শেখ ফজলে শামস পরশ এর পরিচয় ও জীবনী - Introduction and biography of Sheikh Fazle Shams Parash
Sheikh Fazle Shams Parash

শেখ ফজলে শামস পরশ - Sheikh Fazle Shams Parash

শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠ পুত্র। বঙ্গবন্ধুর বোন শেখ আছিয়া বেগমের বড় ছেলে শেখ মনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা শেখ মনি ও মা আরজু মণিকে চিরতরে হারান পরশ। তখন তার বয়স মাত্র ৬। ছোট ভাই তাপস মাত্র ৪ বছরের শিশু।

বঙ্গবন্ধু হত্যার পর দুর্বিষহ জীবন কাটাতে হয় পরশ-তাপসকে। কখনও আত্মীয়দের বাসায় লুকিয়ে থাকতে হয়েছে, কখনোবা পালিয়ে বেড়াতে হয়েছে। এভাবে দুই বছর কাটার পর ১৯৭৮ সালে তারা ভারতে চলে যায়। শেখ আছিয়া বেগম তাদের ভারতে নিয়ে যান। চাচা শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলুর রহমান মারুফ, ফুপু শেখ হাসিনা, শেখ রেহেনা তারাও তখন বিদেশে শরণার্থী।

তার ছোট ভাই শেখ ফজলে নূর তাপস ঢাকা-১২ আসনের সংসদ সদস্য।

শিক্ষা

শেখ পরিবারের উত্তরাধিকারী পরশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে কলরাডো স্টেট ইউনির্ভাসিটি থেকে স্নাতকোত্তর করে দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। শুধু তাই নয় সংস্কৃতিমনা পরশ গান বাজনার প্রতিও বেশ সৌখিন।

রমজান কাদিরভ এর জীবনী - Biography of Ramzan Kadyrov
অপরাজিতা অর্পিতা এর জীবনী-Biography Of Aporajeeta Arpita
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমএর জীবনী-Biography Of Mufti Syed Muhammad Rezaul Karim
আবিদা সুলতানা এর জীবনী - Biography of Abida Sultana
সেলিম রেজা নিউটন
খুশি কবির এর জীবনী - Biography of Khushi Kabir
মাওলানা জুনায়েদ আল হাবিব এর জীবনী-Biography of Maulana Junaid Al Habib
মাওলানা মোতাসিম বিল্লাহ আতিকী এর জীবনী
আয়াত আলী পাটওয়ারী এর জীবনী-Biography Of ayet ali patwary
সাদিকা পারভিন পপি এর জীবনী-Biography of Sadika Parveen Poppy