সজীব আহমেদ ওয়াজেদ জয় এর জীবনী - Biography of Sajeeb Ahmed Wazed Joy
Sajeeb Ahmed Wazed Joy

সজীব আহমেদ ওয়াজেদ জয়- Sajeeb Ahmed Wazed Joy

ডাক নাম: জয়

বাবার নাম:  এম এ ওয়াজেদ মিয়া

মায়ের নাম: শেখ হাসিনা

আত্মীয়: সায়মা ওয়াজেদ পুতুল (বোন)

জন্ম: ২৭ জুলাই ১৯৭১ সালে

ধর্ম: ইসলাম

জাতীয়তা: বাংলাদেশী

নাগরিকত্ব: বাংলাদেশী

দাম্পত্য সঙ্গী: ক্রিস্টিন ওয়াজেদ

সন্তান: সোফিয়া রেহানা ওয়াজেদ

ফেসবুক: facebook.com

টুইটার: twitter.com

ওয়েবসাইট: sajeebwazed.albd.org

সজীব আহমেদ ওয়াজেদ জয় হলেন একজন বাংলাদেশী আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।

প্রাথমিক জীবন

জয় ২৭ জুলাই ১৯৭১ সালে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্ম নেন। তার বাবা এম এ ওয়াজেদ মিয়া, একজন খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পরে, জয় মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন।

ফলে তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস এ্যট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক-প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্হায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস করছেন।

কর্মজীবন

২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি, জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়।

তিনি একাদশ জাতীয় সংসদ ২০১৯ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

এর আগে আওয়ামীলীগের বিগত মেয়াদের সরকারে ২০১৪ সালেও প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

ব্যক্তিগত জীবন

জয় ২৬ অক্টোবর ২০০২ সালে মার্কিন নাগরিক ক্রিস্টিন ওয়াজেদকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তাদের সন্তানের নাম সোফিয়া ওয়াজেদ।

সেলিম রেজা নিউটন
শায়খ আহমাদুল্লাহ এর জীবনী-Biography of Shaykh Ahmadullah
নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার
আবুল হাসনাত আবদুল্লাহ এর পরিচয় ও জীবনী - Abul Hasnat Abdullah's identity and biography
মিন ইয়ুঙ্গি সুগা এর পরিচয়, জীবনী,বয়স ও জন্মদিন - Min Yoongi Suga's Identity, Biography, Age and Birthday
দাউদ কিম এর জীবনী - Biography of Daud Kim
কিম সোকজিন এর পরিচয়, জীবনী,বয়স ও জন্মদিন - Kim Seokjin's identity, biography, age and birthday
গিয়াস উদ্দিন আল মামুন Gias Uddin Al Mamun
অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এর জীবনী-Biography Of Professor Dr. Abdul Mannan Choudhury