মিখাইল কালাশনিকভ এর জীবনী - Biography of Mikhail Kalashnikov
লেফটেন্যান্ট জেনারেল মিখাইল কালাশনিকভ
জন্ম: ১০ই নভেম্বর, ১৯১৯ - ২৩ ডিসেম্বর, ২০১৩
সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার একে-৪৭ অস্ত্রের বিশ্ববিখ্যাত নির্মাতা ও নকশাকার।তাকে প্রথম ব্যক্তি হিসেবে রাশিয়ার বীর ও একসাথে দুবার "সমাজতান্ত্রিক শ্রমবীর" উপাধি দেওয়া হয়েছে।
১৯৩৮ সালে তিনি সোভিয়েত সেনাবাহিনিতে একজন ট্যাঙ্ক ড্রাইভার হিসেবে যোগ দেন । অক্টোবর ১৯৪১ সালে তিনি Battle of Bryansk যুদ্ধে আহত হন । তখন হাসপাতালে থাকা অবস্থায় তিনি সহযোদ্ধাদের কাছ থেকে জানতে পারেন জার্মানদের অস্ত্র সমুহ উন্নত হওয়ায় তারা হতাহত বেশি হচ্ছেন । এছাড়াও তিনি লক্ষ করেন জার্মানদের ব্যবহার করা Stg. 44 রাইফেলটি অন্যসকল প্রচলিত রাইফেলের তুলনায় বেশি কার্যকরী । তৎকালীন Mausar ও Mosin Nagant বোল্ট অ্যাকশন রাইফেলে দুরের লক্ষ্যভেদ করা গেলও সেগুলি ছিল ধীর । তাই তিনি একটি সাবমেশিনগান নকশা করেন । যদিও সেটা সোভিয়েত বাহিনীতে গৃহীত হয় নি কিন্তু তার দক্ষতা প্রকাশিত হয় ।
১৯৪২ সালে তাকে Central Scientific-developmental Firing Range for Rifle Firearms of the Chief Artillery Directorate of the Red Army (RKKA) তে নিয়োগ দেয়া হয় । ১৯৪৪ সালে তিনি ৭.৬২x৩৯ মিমি বুলেট দ্বারা পরিচালিত একটি রাইফেলের নকশা করেন । এবং সেটি তিনি ১৯৪৬ সালে অনুষ্ঠিত রাইফেল প্রতিযোগিতায় জমা দেন । তার সেই Mikhtim রাইফেল প্রতিযোগিতায় জয়ী হয়। ১৯৪৭ সালে তিনি এর উপর ভিত্তি করে নতুন এক রাইফেলের নকশা করেন যা একে ৪৭ নামে পরিচিতি পায়।
কালাশনিকভ ১৯৪৭ সালে এই উন্নত স্বয়ংক্রিয় রাইফেল তৈরি করেন বলে তার নামানুসারে এর নাম দেয়া হয় আভটোমাট (স্বয়ংক্রিয়) কালাশনিকভ ১৯৪৭ বা সংক্ষেপে একে-৪৭।[৩] পরে তিনি বলেন এই অতি সাধারণ ও সহজ রাইফেলের নকশায় তিনি রাশিয়ান সাহিত্য ও বাইবেল থেকে অনুপ্রাণিত হয়েছিলেন ।
আপনার মতামত লিখুন