জেইন ভিখা এর জীবনী - Biography of Jain Bhikha
জেইন ভিখা (জন্ম ৯ আগস্ট ১৯৭৪) হলেন একজন দক্ষিণ আফ্রিকান গায়ক ও গীতিকার যিনি ইসলামি নাশিদ সঙ্গীত পরিবেশন করেন। ইউসুফ ইসলাম এবং দাউদ হার্নসিসহ অন্যান্য মুসলিম সঙ্গীতশিল্পীদের সহযোগিতার সাথে যুক্ত হয়ে তিনি বিভিন্ন একক এ্যালবাম ও মিশ্র এ্যালবাম মুক্তি দিয়েছেন।
জেইন মাঝে মধ্যে ড্রামার এবং বিভিন্ন ব্যাকআপ ভোকালিস্টের সঙ্গে সঞ্চালনা করে থাকেন। এছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকার ডিজনি কার্টুন মুভি "দ্যা লায়ন কিং" এর গায়ক হিসেবে কাজ করেছেন।
১৯৯৬ - রিড অল এ্যাবাউট ইট
১৯৯৯ - বেবী
২০০০ - চিলড্রেন অব হ্যাভেন
২০০১ - ফেইথ
২০০২ - আওয়ার ওয়ার্ল্ড
২০০৫ - মাউন্টেইন অব মক্কা
২০০৬ - আল্লাহ নোজ
২০০৯ - ১৪১৫: দ্যা বিগিনিং
২০১০ - ফার্স্ট উই নিড দ্যা লাভ
২০১০ - এ ওয়ে অব লাইফ
২০১১ - হোপ
২০১১ - বেটার ডে