আবু রায়হান এর জীবনী- Biography of Abu Raihan
Abu Raihan

আবু রায়হান এর জীবনী- Biography of Abu Raihan

হাফেজ ক্বারী আবু রায়হান বাংলাদেশি কাতারের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ।

ডাক নাম: রায়হান

বাবার নাম: মোঃশহিদুল্লাহ

জন্ম: ২০০৫

ধর্ম: ইসলাম

জন্মস্থান: বল্লবদি আড়াই হাজার নারায়ণগঞ্জ, বাংলাদেশ

বর্তমান বয়স: ১৭ বছর

জাতীয়তা: বাংলাদেশ

নাগরিকত্ব: বাংলাদেশ

পেশা: ইসলামিক স্কলার

শিক্ষা: হাফেজ কারী

উচ্চতা: ৫.২ ইঞ্চি

চুলের রঙ:  কালো

চোখের রঙ: কালো

পুরস্কার: পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থানকারী

শিক্ষা ও কর্মজীবন

১৬ বছর বয়সী রায়হানের কোরআন পড়ার সূচনা হয় নারায়নগঞ্জের আড়াইহাজারে মুফতি আবদুল কাইয়ুম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসরাহ একাডেমী মাদ্রাসায়। তিনি কাতারে তিজান আন নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়াও ক্বেরাত প্রতিযোগিতায়ও চতুর্থ স্থান অর্জন করেছে।

পরিচিতির কারণ

কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিশু কারী হাফেজ আবু রায়হান। বিশ্বের ৫০টি দেশের প্রতিযোগী কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৫০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ১২ বছর বয়সী খুদে কারী আবু রায়হান প্রথমস্থান অর্জন করেন। এর আগেও আবু রায়হান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে। কৃতি এ শিক্ষার্থী বিভিন্ন টিভি চ্যানেলে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক জাতীয় পুরস্কার লাভ করেন।

মাওলানা কামাল উদ্দিন কাসেমী এর জীবনী
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ এর জীবনী
মোনায়েম সরকার
শামীমা সুলতানার জীবনী - Biography of Shamima Sultana
ফরিদুর রেজা সাগর এর জীবনী-Biography Of Faridur Reza Sagar
আলতাফুর রহমান-Biography Of Altafur Rahman
সালমান শাহ-biography of Salman Shah
সাফা কবির এর বয়স, শিক্ষা ও জীবনী-biography of Safa Kabir
তাওহিদ আফ্রিদি এর বয়স, শিক্ষা ও জীবনী
শেখ রাসেল এর জীবনী - Biography of Sheikh Russel