সাবিলা নুর এর বয়স, শিক্ষা ও জীবনী - Sabila Nur's age, education and biography
Sabila Nur

সাবিলা নুর এর বয়স, শিক্ষা ও জীবনী-Sabila Nur's age, education and biography

সাবিলা নূর একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউ টার্ন।

জন্ম: মে ২৭, ১৯৯৫

বয়স: ২৬ বছর

পিতা-মাতা: নুরুল করিম (বাবা) ,নুসরাত জাহান (মা)

জাতীয়তা: বাংলাদেশী

অন্যান্য নাম: সাবিলা

নাগরিকত্ব: বাংলাদেশ

শিক্ষা: স্নাতক

মাতৃশিক্ষায়তন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

পেশা: মডেলঅভিনেত্রী

কর্মজীবন: ২০১৪ –বর্তমান

আদি নিবাস: ঢাকা

উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি

দাম্পত্য সঙ্গী: নেহাল তাহের 

ফেইসবুক: https://www.facebook.com

প্রাথমিক জীবন

সাবিলা নুর ২৭ মে ১৯৯৫ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল। সাবিলা বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন, যখন তিনি প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

কর্মজীবন

সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

ব্যক্তিগত জীবন

সাবিলা নূরের ভালো বন্ধু অভিনেতা তৌসিফ মাহবুব। তৌসিফের মাধ্যমেই নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে সাবিলা নূরের পরিচয় ঘটে। দীর্ঘ দিনের পরিচয় ও প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গত ২৭ অক্টোবর ২০১৯ সালে প্রেমিক তাহের কে বিয়ে করেন।

মাওলানা কামাল উদ্দিন দায়েমী এর জীবনী
মাওলানা আজিজুল ইসলাম জালালী এর জীবনী - Biography of Maulana Azizul Islam Jalali
মুফতি নূর হোসেন নুরানী এর জীবনী - Biography of Mufti Nur Hossain Nurani
মাওলানা আরিফ বিল্লাহ এর জীবনী-Biography of Maulana Arif Billah
আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায
এম আবদুল আলীম
মোহাম্মদ আলী কিরণ-Biography Of Mohammad Ali Kiran
পঙ্কজ সাহা-Biography Of pankaj saha
আনিসুল হক এর জীবনী-Biography Of Anisul Hoque
ইফতেখার রাফসান এর বয়স, শিক্ষা ও জীবনী - Iftekhar Rafsan's age, education and biography