সাফা কবির এর বয়স, শিক্ষা ও জীবনী-biography of Safa Kabir
Safa Kabir

সাফা কবির এর বয়স, শিক্ষা ও জীবনী-Safa Kabir's age, education and biography

পুরো নাম : সাফা কবির (Safa Kabir)

ডাক নাম: সাফা কবির

জন্ম: ২৯ আগস্ট ১৯৯৪

ধর্ম : ইসলাম

জন্মস্থান: বরিশাল, বাংলাদেশ

বর্তমান বয়স: ২৮ বছর

জন্মদিন :২৯ আগস্ট ১৯৯৪

জাতীয়তা: বাংলাদেশী

নাগরিকত্ব:বাংলাদেশি

শিক্ষা:আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

পড়ার বিষয়:‘বিবিএ ‘

পেশা:মডেল,অভিনেত্রী

কর্মজীবন:২০১৩–বর্তমান

উচ্চতা:৫ ফুট ৪ ইঞ্চি

ওজন:৫৪ কেজি

চুলের রঙ: কালো

চোখের রঙ:কালো

পরিচিতির কারণ:মডেল এবং অভিনয়

উল্লেখযোগ্য কর্ম:১৮ অল টাইম দৌড়ের উপর,পাসওয়ার্ড (২০২০),টেক কেয়ার (২০২০) , টুরু লাভ(২০২১)

আদি নিবাস: বরিশাল, বাংলাদেশ

পিতা-মাতা: হুমায়ুন কবির সবুজ (বাবা) ,জাসমিন কবির (মা)

ফেইসবুক: https://www.facebook.com

ইউটিউব: https://www.youtube.com


সাফা কবির একজন বাংলাদেশী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তিনি বাংলাদেশের একজন সম্ভাব্য অভিনেত্রী ৷ বর্তমানে সাফা কবির দেশের উদীয়মান তারাকাদের মধ্যে অন্যতম ৷ খুব অল্প সময়ের মধ্যেই তিনি মিডিয়া জগৎতে নিজের নামটি উজ্জল করতে সক্ষম হয়েছে এবং দর্শকদের হৃদয়কে আঁকড়ে ধরতে পেরেছে ৷ তিনি দেশের যুবকদের কাছে সেলফি রানী হিসাবে পরিচিত।

জন্ম ও শিক্ষা

২৯ আগস্ট ১৯৯৪ সালে বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার বাবার নাম হুমায়ুন কবির সবুজ ও মাতার নাম জেসমিন কবির। সাফা কবির বিবিএ ডিগ্রি লাভ করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে।

কর্মজীবন

আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। @১৮ অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর তিনি একটা মেয়ে নাটকে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি ভালবাসা ১০১ টেলিফিল্মে অভিনয় করেন।

সাফা কবিরের মোট সম্পদ

উইকিপিডিয়া, ফোর্বস, আইএমডিবি এবং বিভিন্ন অনলাইন সংস্থান অনুসারে, বিখ্যাত মডেল সাফা কবিরের মোট সম্পদের মূল্য 24 বছর বয়সে $ 4.5 মিলিয়ন আমেরিকান ডলার । বাংলাদশী টাকায় যা দাড়ায় ৩৮ কোটি ১৩ লক্ষ ৯৮ হাজার টাকা ৷  তিনি পেশাদার মডেল এবং অভিনেত্রী হয়ে এই অর্থ উপার্জন করেছেন। তার আয়ের প্রধান উৎস হলো মডেলিং ৷ তিনি একজন বাংলাদেশী মডেল ৷

তার উল্লেখ যোগ্য কিছু নাঠক

এট অলটাইম দৌড়ের উপর, একা মেয়ে , ভালবাসা ১০১, ইউনিভার্সিটি, ব্লেক ম্যাজিক, জোনাক পোকা, তোমাকে আসতেই হবে, বাঘবন্ধী, অভিমান, মিস ম্যাচ,স্পর্শ, এই পথ যদি না শেষ হয়, মিলুর সাইকেল, ভূতের ভ্যালেনটাইন, অবশেষে আমরা, ক্যামেসট্রি, মিথ্যে গল্প, কে তুমি অপরাজিতা, লাভ লিংক,স্যাটেলাইট ম্যান, আমাদের গল্পটা এমনও হতে পারতো, দেয়াল, অক্ষর , কানামিছি এবং তবুও ভালবাসি ইত্যাদি ,পাশাপাশি তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে এ্যায়ারটেল, প্রান পিনাট, প্যারাসুট নারিকেল তেল, ক্লোজ আপ কাছের আসার গল্প, রবি ওয়াইফাই, রুচি হটটমাটো সস, পপস বিস্কুট ইত্যাদি। এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি তবে ভাল গল্প এবং স্কিপ্ট পেলে ফ্লিমে কাজ করবেন ।

আবদুল লতিফ এর জীবনী - Biography of Abdul Latif
মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী এর জীবনী-Biography of Maulana Mahmudul Hasan Fatehpuri
শেখ রাসেল এর জীবনী - Biography of Sheikh Russel
দাউদ কিম এর জীবনী - Biography of Daud Kim
অরুন্ধতী রায়
আমব্রিনা সার্জিন আমব্রিন-Biography Of Ambrina Surgeon Ambrin
হিরো আলম-Biography Of Hero Alam
মাওলানা মুফতি রুহুল আমিন নুরী এর জীবনী
কামাল উদ্দিন জাফরী এর জীবনী-Biography of Kamal Uddin Jafri
মাওলানা আজহারুল ইসলাম আজমী এর জীবনী