নায়লা নাঈম এর বয়স, শিক্ষা ও জীবনী-Age, education and biography of Nayla Naeem
ডাক নাম : নায়লা নাঈম
জন্ম : ১৪ ডিসেম্বর ১৯৮৬
বয়স: ৩৫
জন্মস্থান বরিশাল, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশী
নাগরিকত্ব: বাংলাদেশী
শিক্ষা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
পেশা: মডেল, অভিনেত্রী, চিকিৎসক
কর্মজীবন: ২০১৩-বর্তমান
ওয়েবসাইট: http://nailanayem.com
ফেসবুক: https://www.facebook.com
নায়লা নাঈম একজন বাংলাদেশী টিভি মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি সবচেয়ে আকর্ষণীয়, জনপ্রিয় সুন্দর বাংলাদেশী মডেল এবং অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি দেখতে অনেক হট এবং সুন্দর তাই তিনি বাংলাদেশের সানিলিওন হিসেবেও পরিচিত। তিনি একজন ভালো ড্যান্সার এবং অভিনেত্রী। তিনি "রান আউট" নামক বাঙ্গালী ফিল্মে তার আত্মপ্রকাশ করেছেন। তিনি একটি আইটেম গানে একজন আইটেম মেয়ে হিসাবে সেখানে অভিনয় এবং ফোকাল পয়েন্ট মধ্যে এসেছিলেন।
জন্ম ও শিক্ষা
নায়লা নাঈম একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং দন্ত চিকিৎসক। নাঈম ১৪ ডিসেম্বর ১৯৮৬ সালে বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কাটে ঢাকার বিভাগের মাদারীপুর জেলায়। তিনি ২০১২ সালে ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গণ স্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কর্মজীবন
নাঈম পেশায় একজন দন্তচিকিৎসক হলেও বিনোদন কর্মজীবনে তার পদার্পণ ঘটে মডেলিংয়ের মাধ্যমে। প্রাথমিকভাবে শোবিজ জগতের একজন র্যাম্প মডেল হিসেবে তার বিনোদন কর্মজীবনের শুরু।
২০০৯ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে অলোচনায় আসেন।
একজন ফ্যাশন মডেল হিসেবে, পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিঙাপনে কাজ করেছেন তিনি।
এছাড়া তিনি দেশী-বিদেশী বিভিন্ন পোশাক পণ্যের মডেল হয়েছেন। শোবিজ জগতে আসার কিছুদিনের মধ্যে তিনি জনপ্রিয়তা আর্জন করেন।
পরবর্তিতে তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। এরপর ভাইকিংস সঙ্গীতদলের তন্ময় তানসেন পরিচালিত রান আউট চলচ্চিত্রে একটি আইটেম গানে অংশ নেয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি কাজী হায়াত পরিচালিত মারুফ টাকা ধরে না চলচ্চিত্রে অভিনয় করেন।
এছাড়ও তিনি ফুডপান্ডা প্রচারণায় অংশ নেন।
আলোচনা
কর্মজীবনে বিভিন্ন সময় পোশাক রপ্তানীকারক প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের জন্যে এবং ভার্চুয়াল জগতে খোলামেলা বেশ কিছু স্থিরচিত্র প্রকাশের কারণে তিনি আলোচনায় আসেন। বিভিন্ন সময় সমালোচনার প্রেক্ষিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, "আমি পর্নো স্টার নই"।
মিউজিক ভিডিও
কত ভালোবাসি - ২০১৪
ভোট ফর ঠোঁট - ২০১৫ (প্রীতম আহমেদ সহকারে)
সিটি ওভার নাইট
বন্ধু তুমি জানো না কতো ভালবাসি তোমাকে