কেকা ফেরদৌসী এর বয়স, শিক্ষা ও জীবনী-biography of Keka Ferdousi
Keka Ferdousi

কেকা ফেরদৌসী এর বয়স, শিক্ষা ও জীবনী-Age, education and biography of Keka Ferdousi

কেকা ফেরদৌসী একজন বাংলাদেশি রন্ধন বিশেষজ্ঞ তিনি বাংলাদেশের চলচ্চিত্র ব্যক্তিত্ব ফজলুল হক এবং প্রখ্যাত সাহিত্যিক রাবেয়া খাতুনের সন্তান। ২০১১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে স্বাস্থ্যসচেতন রান্না বইয়ের জন্য 'গুরম্যান্ড কুক বুক অ্যাওয়ার্ডস' লাভ করেন। রন্ধনশিল্পে অবদানের জন্য 'দ্য ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস ২০১১ এর আসরে বিশেষ সম্মাননা লাভ করেন।

প্রারম্ভিক জীবন

কেকা ফেরদৌসী ১৯৬০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তারা ছিলেন চার ভাইবোন। তার এক ভাই ফরিদুর রেজা সাগর বাংলাদেশের মিডিয়া জগতে সুপরিচিত ব্যক্তিত্ব। তার আরেক ভাই ফরহাদুর রেজা প্রবাল একজন স্থপতি এবং তার আরেক বোন ফারহানা কাকলী সুগৃহিণী।

পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সময়ে তিনি জীবনে প্রথমবারের রান্না করেন। ১৯৮০ সালে বিয়ের পর স্বামীর সাথে যুক্তরাষ্ট্রে গমন করেন।[৮] সেখানে, হরেক পদের রন্ধনশিল্প সম্পর্কে জ্ঞান আহরণ করেন। ১৯৮৪ সালে তিনি দেশে ফিরে আসেন এবং রন্ধনশিল্পে আত্মনিয়োগ করেন।

কর্মজীবন

১৯৮৪ সালে দেশে ফিরে আসার পর রন্ধনশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৯৪ সালে শাইখ সিরাজের মাটি ও মানুষ অনুষ্ঠানে মাশরুমের তৈরি একটি রেসিপি উপস্থাপন করেন। সেই থেকে টেলিভিশন জগতে যাত্রা শুরু তার।

তিনি বিভিন্ন রান্নার অনুষ্ঠানে বিভিন্ন রকম রেসিপি উপস্থাপন করেছেন। রান্না বিষয়ক বিভিন্ন বইও লিখেছেন তিনি। তার কাজের জন্য তিনি পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননা। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের ভূমিকা পালন করেছেন তিনি। তিনি বর্তমানে বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও, 'কেকা ফেরদৌসীর রান্নাঘর' নামের একটি রান্নার স্কুল পরিচালনা করেন তিনি।

ব্যক্তিগত জীবন

তিনি বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিত মজুমদার বাবুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যিনি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি ইমপ্রেস গ্রুপের পরিচালক। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে।

রান্নার অনুষ্ঠানে উপস্থিতি

দেশ বিদেশে রান্না (চ্যানেল আই)

মনোহর ইফতার (চ্যানেল আই)

যে রাঁধে সে চুলও বাঁধে (চ্যানেল আই)

মায়ের হাতের রান্না (চ্যানেল আই)

রান্নাঘর (জি বাংলা) (একটি পর্বে উপস্থিতি)

রান্না বিষয়ক গ্রন্থতালিকা

ডায়াবেটিসের মজার রান্না

মাইক্রোওয়েভ ওভেনে রান্না

স্বাস্থ্য সচেতন রান্না

দেশ বিদেশের রান্না

ঝটপট রান্না

হারানো দিনের রান্না

সোনালি দিনের রান্না

থাই, চাইনিজ ও ভারতীয় রান্না

মজাদার রান্না

ঝটপট আচার

রকমারি নাস্তা

পুরস্কার

গোরমন্ড ওয়ার্ল্ড কুক বুক অ্যাওয়ার্ডস ২০১১ : ২০১১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে স্বাস্থ্যসচেতন রান্না বইটির জন্য 'গুরম্যান্ড কুক বুক অ্যাওয়ার্ডস' লাভ করেছিলেন তিনি।

দ্য ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস ২০১১: রন্ধনশিল্পে অবদানের জন্য বিশেষ সম্মাননা বিভাগে তিনি 'দ্য ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস ২০১১' লাভ করেন।

আইয়ুব বাচ্চুর জীবনী - Biography of Ayub Bachchu
সাইয়েদ কুতুব শহীদ এর জীবনী- Biography of Syed Qutub Shaheed
মাওলানা তরিক জামিল-Biography Of Maulana Tariq Jamil
জিকরুর রেজা খানম
নাঈমুল ইসলাম খান- Biography Of Nayeemul Islam Khan
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এর জীবনী-Biography of Allama Delwar Hossain Sayedee
আরিফ আজাদ এর জীবনী-Biography Of Arif Azad
বাংলাদেশের সেরা ১০ বিজ্ঞানী
মুফতি আমজাদ হোসাইন আশরাফী এর জীবনী - Biography of Mufti Amjad Hossain Ashrafi
গ্যাব্রিয়েল বাতিস্তুতা এর জীবনী - Biography of Gabriel Batistuta