নাঈমুল ইসলাম খান- Biography Of Nayeemul Islam Khan
Nayeemul Islam Khan

সাংবাদিক নাঈমুল ইসলাম খান

journalist Nayeemul Islam Khan

জন্ম: ২১ জানুয়ারি ১৯৫৮ (বয়স ৬১)

শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠান: কুমিল্লা জিলা স্কুল

পেশা: পত্রিকার সম্পাদক ও সাংবাদিক

পরিচিতির কারণ: সংবাদ ব্যক্তিত্ব

উল্লেখযোগ্য কর্ম

দৈনিক আজকের কাগজকে আধুনিক পদ্ধতিতে প্রকাশ

দাম্পত্য সঙ্গী: তসলিমা নাসরিন (১৯৯০-১৯৯১) নাসিমা খান মন্টি (বি. ১৯৯৩)

সন্তান: তিন কন্যা

পিতা-মাতা:নুরুল ইসলাম খান, নুরুন নাহার খান

জন্ম ও শিক্ষা

নাঈমুল ইসলাম খান বাংলাদেশের একজন সংবাদ ব্যক্তিত্ব। ২১ জানুয়ারি ১৯৫৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। তার মা নূরুন নাহার খানের ৬ সন্তানের মধ্যে তিনি বড়। কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করেন এবং সেখান থেকে এসএসসি পাস করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় তার স্নাতক ও স্তাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জার্নালিজম নিয়ে কাজ করেন। ২০০৭ সালে তিনি সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। তিনি আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টিকে বিয়ে করেন।

কর্মজীবন

নাঈমুল প্রথম ১৯৮২ সালে কয়েক মাসের জন্য প্রকাশিত মাসিকা পত্রিকা সময় সম্পাদনা করে। পরবর্তীতে এটি ‘খবরের কাগজ’ হিসেবে পরিবর্তন করা হয়। এ পত্রিকাটি ১৯৮৭ সালে সাপ্তাহিক হিসেবে শুরু হয়। ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্পাদক হিসাবে আজকের কাগজে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি উপদেষ্টা সম্পাদক হিসেবে নিয়োগ আজকের কাগজে নিয়োগ পান। ২০০৭ সালে এটি বন্ধ হয়ে যায়।

১৯৯২ সালে তিনি আরেকটি বাংলা ভাষার দৈনিক ভোরের কাগজ প্রতিষ্ঠা করেন, যা পরে মতিউর রহমানের মাধ্যমে সম্পাদিত হয়। আজকের কাগজ ও ভোরের কাগজ একই সংবাদ শৈলীতে প্রকাশ হতো। ১৯৯২ সালে ভোরের কাগজে থেকে তিনি পদত্যাগ করেন এবং বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট নামে একটি সংগঠন পরিচালনা করেন।

২০০৩ সালে তিনি নুতুনধারা শিরোনামে আরেকটি দৈনিক প্রকাশের চেষ্টা করেন।  ২০০৭ সালে তিনি দৈনিক আমাদের সময় সম্পাদনা শুরু করেন, কিন্তু ২০১২ সালে আদালতের আদেশে তার প্রকাশক পদ বাতিল হয়।

আক্রমণ

১১ মার্চ ২০১৩ সালে তারিখে একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ককটেল নিক্ষেপ করা হয়। এতে তিনি ও তার স্ত্রী আহত হন এবং তাদেরকে চিকিৎসার জন্য তাকে ও তার স্ত্রীকে হাসপাতালে যেতে হয়েছিল। আক্রমণের উৎস অজানা থেকে যায়। সাংবাদিকদের সংগঠনগুলো দাবি করেছেন তিনি টেলিভিশন টকশোতে কথা বলেন তাই তার ওপর এ হামলা হয়েছে।

প্রকাশিত গ্রন্থ

বাংলাদেশ প্রেস প্রেস ফ্রিডম ২০০৫

সংবাদপত্রে স্টানিয়ার সরকার বিষয়ে সেরা লেখা সংকলন (সংবাদপত্রের স্থানীয় সরকার সম্পর্কিত সেরা নিবন্ধসমূহের সংকলন)

বাংলাদেশের ১০ শহরে সাংবাদিকতায় নারারী

মাধ্যম ২০০৪

স্থানীয় সরকার ও সাংবাদিকতা

সংবাদপত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০০৩

নোবিশি প্রোটিবডন

লিঙ্গ, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা

বাংলাদেশের সংবাদপত্রে স্মরণীয় পরিবর্তন

বাংলাদেশ সাংবাদিকতা পর্যালোচনা : নারী ও মিডিয়া

অনুসন্ধানী সাংবাদিকতা

ইউসূফ আল কারযাভী
মাওলানা আবদুল খালেক সাহেব শরিয়তপুরী এর জীবনী
চমক হাসান এর বয়স, শিক্ষা ও জীবনী
মাইকেল মধুসূদন দত্ত
মাওলানা মোস্তফা মাহবুবুল আলম এর জীবনী -Biography of Maulana Mostafa Mahbubul Alam
সের্গেই সুরুভিকিন এর জীবনী - Biography of Sergey Suruvikin
রাবা খান এর বয়স, শিক্ষা ও জীবনী-biography of Raba Khan
বাদশাহ হারুন অর রশীদ-Biography Of King Harun Aur Rashid
সোফোক্লেস এর জীবনী-Biography of Sophocles
আরিফ আজাদ এর জীবনী-Biography Of Arif Azad