
সাংবাদিক ইলিয়াস হোসাইন -Journalist Elias Hossain
ইলিয়াস হোসেন একজন সুপরিচিত বাংলাদেশী সাংবাদিক যিনি ইটিভিতে তার অপরাধ প্রতিবেদন অনুষ্ঠান একুশের চোখ এর জন্য উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে তার লাইভ ভিডিও ব্লগিংয়ের জন্য মানুষের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছেন। তার "ইলিয়াস হোসেন" নামের ইউটিউব চ্যানেলটি 2022 সালে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে।
পুরো নাম: ইলিয়াস হোসেন
ডাক নাম: ইলিয়াস
জন্ম তারিখ: ১৯৮৮
জন্মস্থান: গাজীপুর, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশী
পেশা: সাংবাদিক
বিখ্যাত: একুশের চোখের জন্য
ধর্ম: ইসলাম
মোট মূল্য: $0.2 মিলিয়ন
উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি
ওজন: 63 কেজি
বুকের মাপ: 41 ইঞ্চি
কোমরের আকার: 33 ইঞ্চি
চুলের রং: কালো
চোখের রঙ: কালো
ইলিয়াস হোসেনের প্রারম্ভিক জীবন:
ইলিয়াস হোসেন ১৯৮৮ সালে বাংলাদেশের গাজীপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রথম জীবনে একজন টেলিভিশন উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং হৃদয় ও আত্মার চেষ্টা করেছিলেন অবশেষে তিনি নিজেকে একজন সফল টেলিভিশন উপস্থাপক হিসাবে পরিণত করেছিলেন। তিনি বিটিভির শিশু অনুষ্ঠান ‘নটুন কুরি’-তে অংশ নিয়ে বিচারকদের নজর কাড়েন।
ইলিয়াস হোসেনের কর্মজীবন:
জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হোসেন, যিনি চ্যানেল ওয়ানের গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি একুশে টেলিভিশনে যোগ দেন এবং ‘একুশের চোখ’ নামে একটি অনুষ্ঠান শুরু করার পাশাপাশি দেশব্যাপী ব্যাপক আলোড়ন তোলেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি রাতারাতি সাফল্য পান।
কাজের স্বীকৃতি হিসেবে দৈনিক সংবাদপত্র ‘প্রথম-আলো’ কর্তৃক তাকে বছরের সেরা উপস্থাপক নির্বাচিত করা হয়। তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট 'নিমকো' থেকে আরও একটি পুরস্কার পেয়েছেন।
ব্যক্তিগত জীবন:
ব্যক্তিগত জীবনে ইলিয়াস হোসেন একজন বিবাহিত পুরুষ। এখন, সাংবাদিক যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ব্লগিং এবং বাংলাদেশে বিপুল সংখ্যক ভক্ত ও অনুসারীর জন্য আরও উল্লেখযোগ্য।
সাম্প্রতিক মন্তব্য
#modina
Elias vaia ar sathe kotha bolte cai#Ferdous Ahmad Chowdhury
Please write about Hajj because very recently Saudi govt declared Hajj cost reduced 30% than last year but today Bangladesh declared this year per person will be tk. 6,84,018 which tk 1,64,018 is more than last year as per Saudi government it should tk 3,63,300 .#ইয়াছিন
ভাল#শাহীন খাঁন
একজন প্রকৃত দেশপ্রেমিক। উনি আমাদের চুয়াডাঙ্গা জেলার গর্ব।#Fiza Hossain
Elias bhai, love you for Allah.. apni ekjon durdanto journalist.. jonogon ebong Allah apnar shate achay.. egeye jaan.. onk doa roilo#আমিনুর রহমান রাঙা
আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলতে চাই।#মোঃ খালিদ
বাংলাদেশে বর্তমানে যেসব সাংবাদিক আছে তাদের সবার যে সম্মান আছে ইলিয়াস হোসাইন এর বালের সমানও এখনও হয়নি অতএব এই সব সাংবাদিক এর থেকে ইলিয়াস এর বাল যে একটা সম্মান আছে অন্য সাংবাদিকদের তাও নেই#Zahir
Please send me Elias Hossain's mobile number. 01830303062.#Hasib Akanda
সাংবাদিক ইলিয়াস হোসাইন একজন অত্যন্ত ভালো মানুষ , ন্যায় ও নীতির কথা তুলে ধরেন , সত্য খবর প্রকাশ করেন , তার জন্য দোয়া করি আল্লাহ্ যেনো ইলিয়াস ভাইকে নেক হায়াত ও সুস্থতা দান করেন...!! ভালোবাসা অবিরাম