Ananta Jalil
অনন্ত জলিল এর জীবনী
নাম: মো. আব্দুল জলিল অনন্ত
জন্ম: ১৭ এপ্রিল ১৯৭৮ (বয়স ৪৩)
নাগরিকত্ব: বাংলাদেশি
শিক্ষা: ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাশন ডিজাইনিং
পেশা: অভিনেতা ,ব্যবসায়ী
প্রতিষ্ঠান: অজি গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, মুনসুন ফিল্মস
পরিচিতির কারণ: অ্যাকশন সিনেমা
উচ্চতা: ৫ ফু ৭ ইঞ্চি
দাম্পত্য সঙ্গী: আফিয়া নুসরাত বর্ষা
সন্তান: আরিজ ইবনে জলিল, আবরার ইবনে জলিল
ওয়েবসাইট: ww25.anantajalil.co
জন্মঃ
এম.এ. জলিল অনন্ত যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী। ১৭ এপ্রিল ১৯৭৮ সালে মুন্সীগঞ্জ জেলায় জন্ম গ্রহন করেন। তিনি তার বড়ো ভাই মুন্সীগঞ্জ জেলায় বাবার কাছে বড়ো হয়েছেন। পাঁচ বছর বয়সে তার মা মারা যান।
শিক্ষাঃ
অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন।
কর্মজীবনঃ
জলিল ১৯৯৯ সালে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ১৯৯৯ সালে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজে আত্মপ্রকাশ করেন তিনি। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালীপর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল।
সামাজিক কর্মকাণ্ডঃ
অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৩টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর ১০ নং , বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এ ছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল। তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বায়তুস শাহ জামে মসজিদ এর নির্মাণকাজেও অবদান রাখেন। করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। তাই কর্মহীন হয়ে পড়েছেন বহু অসচ্ছল পরিবার। চলচ্চিত্র সংশ্লিষ্ট এমন ২৬০ জনের পরিবারকে সহযোগিতা করতে এগিয়ে এলেন শিল্পপতি, চিত্রনায়ক ও নির্মাতা অনন্ত জলিল। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির উদ্যোগে ২৬০ জনকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়েছেন অনন্ত। এদের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রোডাকশন ম্যানেজার সমিতি, অ্যাসিসট্যান্ট প্রোডাকশন ম্যানেজার সমিতি ও মেকআপ আর্টিস্ট সমিতির সদস্যরা।
সিনেমাঃ
প্রথম সিনেমা “খোঁজ- দ্যা সার্চ” তেমন ব্যবসা সফল না হলেও পরবর্তীতে ‘হৃদয় ভাঙা ঢেউ’ এবং ‘নিঃস্বার্থ ভালোবাসা’ পায় ব্যাপক জনপ্রিয়তা। ধারণা করা হয় এই তারকার ব্যক্তিগত জীবনের আলোকেই তৈরি করা হয়েছে নিঃস্বার্থ ভালোবাসা সিনেমাটি।
উল্লেখযোগ্য কর্মঃ
খোঁজ-দ্যা সার্চ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালবাসা, মোস্ট ওয়েলকাম ২
সাম্প্রতিক মন্তব্য
#Ohidul Islam
বস ফেসবুকে লাইফে অনেক কেই সাহায্য করে থাকেন কিন্তু আমার সাহায্য পেলাম না#Md.Helal Mian
Nedd to mobile number#md alamin
sir, assalamu alicum,i am poor man,i my job sallary 10,000 taka. infact my left leg is avery problem. so our family have problem ,my father,mother,wife.&two children have problem .i do can no job/ work. so brother help me some taka. sir i doing future busness, but no taka. please sir help me. sir anserer opeky tkaibo imu ,worshop no 01977486797 .thanks#সুহেল রানা
স্যার আমি আপনার কাছে অনেক টি মেছেজ পাটিয়েছি স্যার আমি এখন আনেক ওসহায় আনে কেরে আনেককিছু দান করেন আমি আপনার জদি ভাই হতাম তহলে কি দেকতেননা তাই আমি হাত পেতেছি খালি হাতে ফিরিয়েনা স্যার আসালামু আলাইকুম#ইমামুল ইসলাম নিরব
আমি স্যার এর কাছে সাহায্য চাই#ফাতেমা তুজ জোহরা
আসসালামুয়ালাইকুম আমি ভাইয়ার সাথে দেখা করতে চাই।উনি খুব ভালো মনের একজন মানুষ।আর উনার জীবন সংগী অনেক ভালো মনের একজন মানুষ।দেখা করতে পারলে খুব উপকৃত হতাম।#মোঃ মেহেদী হাসান মানিক
আমি স্যার অনন্ত জলিল এর সাথে দেখা করতে চাই, কারণ স্যারের হেয়ার স্টাইল টা নিজ চোখে দেখার খুব ইচ্ছে,,, দয়া করে যদি সুযোগ দেন তাহলে দেখতে পারতাম,,,এবং কৃতজ্ঞ থাকবো, সেই সাথে নিজেকে ধন্য মনে করবো।#সেলিনা
খুব সুন্দর#Mossarof hossain
Sir ami onek osohay manus. Amake sahajjo Korun.ami rin gosto manus.#মাহাতাবুল ইসলাম চৌধুরী
দারুন একটা গল্প নিয়ে ছবি তৈরি করতে চাই, যদি অন্তত জলিল সঙ্গে থাকে মাহাতাবুল ইসলাম চৌধুরী ০১৮১৮৫৮১৩৪৩