রফিকুল ইসলাম মাদানী-Biography Of Rafiqul Islam Madani
Rafiqul Islam Madani

Rafiqul Islam Madani

রফিকুল ইসলাম মাদানীর জীবনী

জন্মঃ

বাংলাদেশে ইন্টারনেট জগতে 'শিশু বক্তা' হিসেবে পরিচিত রফিকুল ইসলাম অনেকের নজর কেড়েছেন সম্প্রতি। ১৯৯৪ সালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় তার জন্ম। সে হিসেবে তার বর্তমান বয়স ২৭ বছর। রফিকুল ইসলামের চার ভাই ও তিন বোন।

শিক্ষাঃ

তিনি নেত্রকোনার একটি মাদ্রাসায় হিফজুল কোরআন পড়াশুনা করেন। এরপর তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি মাদ্রাসায় আসেন। সেখানে কয়েক বছর পড়াশোনা শেষে তিনি চলে চলে যান গাজীপুরের কোনাবাড়িতে একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমানের) পাশ করেন।

গ্রেফতারঃ

গত ২৫শে মার্চ ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী মিছিলের সময় মতিঝিল এলাকা থেকে প্রথম আটক হন রফিকুল ইসলাম। তখন তাকে কয়েক ঘন্টা আটক রেখে ছেড়ে দেয় পুলিশ।

সর্বশেষ গত বুধবার তাকে আবারো আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব। আটকের পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাবের ভাষায়, তাকে 'রাষ্ট্র বিরোধী ও উস্কানিমূলক' বক্তব্য দেয়ার অভিযোগে নেত্রকোনা থেকে আটক করা হয়।

জনপ্রীয়তা

১৪-১৫ বছর বয়স থেকেই রফিকুল ইসলাম নেত্রকোনার বিভিন্ন এলাকায় ওয়াজ করতেন। তখন থেকেই তিনি আঞ্চলিকভাবে পরিচিত হয়ে উঠেন। কয়েক বছরের মধ্যেই নেত্রকোনার আশপাশের জেলাগুলোতে রফিকুল ইসলামের পরিচিতি গড়ে উঠে।

"গত কয়েক বছরের মধ্যে রফিকুল ইসলাম মাদানী জাতীয়ভাবে বেশ পরিচিত হয়ে উঠেছেন," বলেন রফিকুল ইসলাম।

ইউটিউবে আপলোড করা রফিকুল ইসলামের সাম্প্রতিক কিছু ভিডিওতে ক্ষমতাসীন দল এবং তাদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিবর্গ, সেনাবাহিনী, নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে কড়া সমালোচনা এবং ব্যঙ্গাত্মক বক্তব্য লক্ষ্য করা যায়।

এছাড়া নারীর ক্ষমতায়ন বিরোধী এবং নারী বিদ্বেষী বক্তব্যও লক্ষ্য করা যায় রফিকুল ইসলামের বক্তব্যে।

মাওলানা মুজাফফর বিন মহসিন এর জীবনী - Biography of Maulana Muzaffar bin Mohsin
এনজো ফার্নান্দেজ এর পরিচয়,জন্ম,বয়স ও জীবনী - Enzo Fernandez Identity, Birth, Age and Biography
আনিসুজ্জামান এর জীবনী-Biography Of Anisuzzaman
বিধান চন্দ্র পাল এর জীবনী-Biography Of Bidhan Chandra Pal
অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী
ইয়াসির আরাফাত এর জীবনী - Biography of Yasser Arafat
আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায
রকিব হাসান এর জীবনী-Biography Of Rakib Hasan
এম এ হাশেম এর জীবনী-Biography Of m a hashem
মাওলানা ওয়াসেক বিল্লাহ নোমানী এর জীবনী-Biography of Maulana Wasek Billah Nomani