মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীর জীবনী
মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী

Biography Of Maulana Tofazzal Hossain Bhairabi

মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীর জীবনী

পরিচিতিঃ

তোফাজ্জল হোসেন ভৈরবী ১৯৫৮ সালে রামনগরের নরসিংদী জেলায় জন্ম গ্রহন করেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। বাবার নাম মরহুম আব্দুল অয়াদুদ মোল্লা,মায়ের নাম আছিয়া বেগম।

কর্মজীবনঃ

তিনি ছিলেন দেশ-বিদেশে আলোচিত ইসলামী বক্তা। বিশেষ করে তার সুললিত কণ্ঠে পরিবেশিত হামদ, নাত ও গজল ইসলাম প্রিয় মানুষের হৃদয় জয় করেছে। সারাবাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ইসলামি আলোচক হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ভৈরব বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি রায়পুরা উপজেলার রামনগরে মাদরাসা প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে গেছেন।

মৃত্যুঃ

হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। বিকালে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১১ জুন ২০২০) বিকাল সাড়ে ৩টায় ইন্তেকাল করেছেন।

সোফোক্লেস এর জীবনী-Biography of Sophocles
সাদিকা পারভিন পপি এর জীবনী-Biography of Sadika Parveen Poppy
শেখ ফজলুল করিম (সেলিম) এর পরিচয় ও জীবনী - Biography of Sheikh Fazlul Karim (Salim).
তসলিমা নাসরিন এর জীবনী - Biography of Taslima Nasreen
আজম জে চৌধুরীর জীবনী-Biography Of azam j chowdhury
পার্ক জিমিন এর পরিচয়, জীবনী,বয়স ও জন্মদিন - Park Jimin's identity, biography, age and birthday
আবু ত্বহা মুহাম্মদ আদনান-biography of abu taha muhammad adnan
আব্দুল হামীদ ফাইযী আল মাদানি
কে সবার মূল-Ke Sobar Mul
অনন্ত জলিল-Biography Of Ananta Jalil