মাওলানা তরিক জামিল-Biography Of Maulana Tariq Jamil
Maulana Tariq Jamil

Biography Of Maulana Tariq Jamil

মাওলানা তরিক জামিলের জীবনী

জন্মঃ

১৯৫৩ সালের ১ আক্টোবর পাকিস্তান অধ্যুষিত পাঞ্জাবের খানেওয়াল প্রদেশের তুলাম্বা এলাকায় তিনি জন্ম গ্রহন করেন। বংশগত ভাবে তিনি চৌহান রাজপুত। তাঁর বাবা ছিলেন এলাকার জমিদার আলাবাক্স খান।

শিক্ষাঃ

শিক্ষাজীবনের শুরুতে তিনি ডাক্তারি পড়াশোনা শুরু করেন। ১৯৭১ সালে তাবলিগ জামাতে চার মাস সময় লাগানোর পর তিনি ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেন। প্রথমদিকে তিনি লাহোরের জামিয়া আরাবিয়া, রায়উইন্ডে পড়ার ইচ্ছা পোষণ করেন। পিতার বিরোধিতার কারণে তিনি জামিয়া রশিদিয়া শাহীওয়ালে ভর্তি হন। পরবর্তীতে তার পিতা রাজি হয়ে তাকে রায়উইন্ড মাদ্রাসায় ভর্তি করে দেন। এখানেই তিনি কুরআন, হাদিস, সুফিবাদ, যুক্তিবিদ্যা এবং ইসলামি আইনশাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন।

কর্মজীবনঃ

বাবার খুব ইচ্ছে ছিল তিনি ছেলেকে ডাক্তার বানাবেন, গভার্মেন্ট কলেজ লাহোর থেকে প্রি-মেডিকেল শেষ করে মেধা গুনে ভর্তি হয়ে গেলেন কিং এডওয়ার্ড মেডিকেলে কলেজে । মেডিকেল এর প্রথম বছর ভালই মজায় কাটছিল সব স্টুডেন্টদের যেমন কাটে । লেখা পড়ার পাশাপাশি গান , সিনেমা , আড্ডা সবই চলছিল। একজন খুব কাছের বন্ধু ছিলেন যিনি এক বানাগালি ছেলের সাথে মিশে তাবলীগে মন দিয়েছেন। তার সাথে তিনিও তাবলিগ জামাতের সাথে জড়িয়ে পড়েন। তিনি জাতিগত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সমর্থন করে বক্তৃতা প্রদান করেন। তিনি জামিয়া আল হুসায়নিয়া এবং মিম একাডেমি নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ২০২১ সালের মার্চ মাসে এমটিজে ব্র্যান্ড নামে একটি কাপড়ের ব্যান্ড প্রতিষ্ঠা করেন। তার নামে রয়েছে মাওলানা তারিক জামিল ফাউন্ডেশন। শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবা এই তিনটা ক্ষেত্রে এটি কাজ করে থাকে।

ইসলাম প্রচারঃ

তাবলীগের সাথে জরিত থেকে দেশে বিদেশে ইসলামের বাণী পৌছে দিচ্ছেন। তিনি দেশে-বিদেশে ইসলামিক  মাহফিল বা বয়ান করার জন্য কোন সম্মানী নেন না। তিন বলেন এর প্রতিদান আমি আল্লাহর থেকে নিবো,আখিরাতে নিবো। কিন্তু আল্লহ তাঁর বান্দাকে দুনিয়াতেই প্রতিদান দেয়া শুরু করেছেন। তাঁর দরদ ভরা কন্ঠ লাখো লাখো মানুষের হেদায়েতের উসিলা হিসেবে কাজ করছে । পাকিস্তানের মিডিয়া অংগনের আন্তর্জাতিক সুপারস্টার জুনায়েদ জামশেদ। পাকিস্তানের মডেল এবং বলিউড অভিনেত্রী ভিনা মালিক তাঁর মাধ্যমে ইসলামের প্রতি আকৃষ্ট হন। পাকিস্তানি খ্রিষ্টান ক্রিকেটার ইউসুফি ইউহানা তাঁর সংস্পর্শে এসে ইসলামকে ভালবেসে মুহাম্মদ ইউসুফ হন, সাইদ আনোয়ার , ইঞ্জামাম উল হাক , শাহীদ আফ্রিদি সহ অসংখ্য তারকা ব্যক্তিত্ব তাঁর থেকে ইসলামি দীক্ষা গ্রহন করেন ।

পুরস্কারঃ

তিনি দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের তালিকায় সবসময় শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। ২০২০ ও ২০২১ সালে ধর্মীয় ক্ষেত্রে অবদানের জন্য তিনি পাকিস্তানের প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন।

মাওলানা তরিক জামিলের উক্তিঃ

১. সফলতা কোথায় খুঁজছো? সফলতা তোমাকে দিনে পাঁচবার ডাকে, ‘ এসো সফলতার দিকে।’ অবশ্যই নামাজই সঙ্গী হবে, দুনিয়া থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাশর পর্যন্ত এবং হাশর থেকে জান্নাত পর্যন্ত। তুমি তোমার জীবনে নামাজ নিয়ে আসো, নামাজ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে।

২. কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্কে না জড়িয়ে উল্টো তার জন্য দোয়া কর। নিশ্চয় তুমি যা করবে, তার অনুরূপ পাবে।

৩. ঘৃণা গুনাহকে করো, যে গুনাহ করেছে তাকে নয়। হতে পারে তোমার ভালোবাসার কারণে সে গুনাহ করাই ছেড়ে দিবে।

৪. চারটি বিষয়ে লজ্জা পাবেন না।-

১. পুরাতন কাপড়।

২. বয়স্ক মা-বাবা।

৩. দরিদ্র বন্ধু বান্ধব।

৪. সাধারণ জীবন যাপন।

৫. জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তো কারো খোঁজ পূরণ হয়ে যাবে।

৬. শুধু টাকার নাম রিজিক নয়, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

৭. তোমার মালিক আল্লাহ তায়ালা। তার কাছেই চাও, তার কাছেই হাত তোলো, তার কাছেই পাবে, তিনিই একমাত্র তোমার আশা পূরণ করতে পারেন।

৮. নামাজকে ভালোবাসার সহিত আদায় করলে দেখবে, আল্লাহ পাক নিজেই তোমাকে পরবর্তী নামাজের জন্য দাঁড় করিয়ে দিবেন।

৯. এমন নামাজী হও যেন এক মুহুর্তও নামাজ বিহীন থাকতে না পারো।

১০. কত আফসোস! জানাজার নামাজ পড়ার জন্য মানুষ অন্য দেশ থেকে এসে পড়ে কিন্তু ফজরের নামাজের জন্য মহল্লার মসজিদেও যায় না।

মাওলানা তারিক জামিল এর বই সমূহঃ

১.কুরআন-হাদীসের আলোকে চোখে দেখা কবরের আযাব

২.আল্লাহ্‌র সাথে বান্দার বন্ধুত্ব : আল্লাহ্‌র অফুরন্ত নিয়ামত

৩.তাবলীগী সফরনামা

৪.আল্লাহকে আপন করে নিন

৫.সুখময় জীবনের খোঁজে

৬.জান্নাতী নারীর গুনাবলী

৭.আল্লাহ্‌র পরিচয়

৮.দুনিয়া ও আখেরাত

৯.চোখে দেখা কবরের আযাব

১০.কে সে জন?!

১১.কবরের আযাব কি ও কেন

১২.মহিলাদের মুক্তির পথ

১৩.নারীদের সুন্দর জীবন

১৪.যখন আসবে মৃত্যুর ডাক

১৫.আল্লাহকে যদি পেতে চাও

১৬.আল্লাহকে পেতে চাইলে...

১৭.কবরের ভয়াবহতা ও বাঁচার উপায়

১৮.আল্লাহ্‌ তায়ালার কুদরতী কাহিনী

১৯.বেহেশতী নারী (নারীদের বয়ান)

২০.শেষ মুহুর্ত

২১.মৃত্যুর পরে কবরের জীবন

২২.যুগান্তকারী দ্বীনি বয়ান (১-৫ খন্ড)

২৩.মাওলানা তারিক জামিল-এর হৃদয় কাঁপানো বয়ান যাঁর গড়া নিখিল ভূবন

২৪.হৃদয়গলানো মহিলাদের বয়ান

২৫.এসো তওবা করি

২৬.তাবলিগ জামাতের ইতিহাস ঐতিহ্য ও অবদান

২৭.হে মুসলিম নারী

২৮.মহিলাদের মুক্তির উপায়

২৯.যুগান্তকারী দ্বীনি বয়ান- ৫ম খণ্ড

৩০.নারীদের আলোকিত বয়ান

৩১.তাজা ঈমানের সত্য কাহিনী

৩২.বায়ানাতে নিসওয়ান বা মহিলাদের বয়ান ১ম, ২য়, ৩য় খন্ড একত্রে

৩৩.হৃদয় ছোয়া ঈমানের সত্য ঘটনা

৩৪.জান্নাত তোমাকে ডাকছে

৩৫.হৃদয়ছোঁয়া ঈমানদীপ্ত কাহিনী

৩৬.মূল্যবান বয়ান

৩৭.চমৎকার বয়ান

৩৮.নূরানী বয়ান

৩৯.কবরের আযাব ও বেহেশতের শান্তি

৪০.নাজাতুন নিসওয়ান, মহিলাদের মুক্তির বয়ান

৪১.জিন্দিগির মাকসাদ

৪২.যুগান্তকারী দ্বীনি বয়ান-৪

৪৩.যিকরে মউত ও কবরের খবর

৪৪.জান্নাতের বয়ান

৪৫.হৃদয়কাড়া বয়ান

৪৬.শ্রেষ্ঠ বয়ান

৪৭.পাপীর পরিনতি ও ইমানদারের প্রতিদান

৪৮.আল্লাহর ভালোবাসা : নির্বাচিত বয়ান

৪৯.ভূমিকম্প

৫০.প্রথম দিনের সূর্য

৫১.তাবলীগী বয়ান

৫২.এসো জান্নাতের পথে

৫৩.সেতুর নাম পুলসিরাত

৫৪.জবান ও রাগ নিয়ন্ত্রনের উপায়

৫৫.নারীদের ওয়াজ

৫৬.তাবলিগী রয়ান ১

৫৭.পরকাল অনন্ত জীবনের পথে

৫৮.নারী মুক্তির বয়ান

৫৯.বিশেষ আকর্ষনীয় বয়ান (১)

৬০.আখেরাতের মুসাফির

৬১.নির্বাচিত বয়ান

৬২.দুনিয়া কাঁপানো বয়ান

৬৩.আল্লাহর পথে দাওয়াত

৬৪.আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে

৬৫.হৃদয় কাঁপানো বিশেষ বয়ান

৬৬.নারীর শ্রেষ্ঠ উপহার

৬৭.জান্নাত জাহান্নামের রূপরেখা

৬৮.চোখে দেখা জান্নাত জাহান্নামের বর্ণনা

৬৯.জান্নাতী হুর কেমন হবে?

৭০.দীনি দাওয়াত ও আল্লাহর মদদ

৭১.আদর্শ জান্নাতী রমণী কালেকশন ৪টি বই

৭২.কামিয়াবীর পথ

৭৩.তাবলীগি মেহনতের জীবন্ত কারগুজারি

৭৪.মুসলিম রমণীদের জান্নাতের পথ

৭৫.মাওলানা তারিক জামিলের বিশেষ আকর্ষনীয় বয়ান (২)

৭৬.ঈমান ও ইয়াক্বীনের বয়ান

৭৭.মহিলাদের নাজাতের উপায়

৭৮.গুনাহ মাফের সহজ আমল

৭৯.কবরের আযাব

৮০.আমল নারীর অলংকার

৮১.সৃষ্টি থেকে ধ্বংস কবর থেকে বেহেশত

৮২.সিরাতুন্নবি মিলাদুন্নবি

৮৩.জান্নাতী নারী নাজাতুন নিসওয়ান

৮৪.ঈমান জাগানিয়া কাহিনী

৮৫.সুখের সংসার

৮৬.শুধু তোমাকে চাই, মাওলানা তারিক জামিলের হৃদয়ছোঁয়া কথামালার অবিস্মরণীয় আখ্যান-৩

৮৭.নারীর আখলাক ও শিষ্টাচার

৮৮.যে পথে মহিলাদের মুক্তি

৮৯প্রিয় বোন যদি সফল জীবন গড়তে চাও

৯০.জবান ও রাগ নিয়ন্ত্রনের উপায়

মুফতি শেখ হামিদুর রহমান সাইফী এর জীবনী
আবুল মাল আবদুল মুহিত এর জীবনী- Biography Of Abul Maal Abdul Muhith
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ এর জীবনী
শাইখ সিরাজ এর বয়স, শিক্ষা ও জীবনী
বাপ্পি চৌধুরী-Biography Of Bappy Chowdhury
ব্যালে ইরার গল্প-Mobashira Kamal Ira
শেখ আবু নাসের এর পরিচয় ও জীবনী - Sheikh Abu Nasser's identity and biography
আবু রায়হান এর জীবনী- Biography of Abu Raihan
আরিফ আজাদ এর জীবনী-Biography Of Arif Azad
ইমাম ইবনুল কাইয়্যিম