আয়মান সাদিক এর জীবনী-Biography of Ayman Sadiq
Ayman Sadiq

আয়মান সাদিক এর জীবনী-Biography of Ayman Sadiq

আয়মান সাদিক একজন বাংলাদেশী শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব যাকে এক নামে সবাই চেনে।তাকে বলা হয় ডিজিটাল আলোকবর্তিকা। ইউটিউবার নয়, তার পরিচয় একজন তরুণ উদ্যোক্তা হিসেবে। অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা তিনি।

জন্ম ও শিক্ষা

আয়মান সাদিক কুমিল্লার মুসলিম পরিবারে ২ সেপ্টেম্বর, ১৯৯২ সালে জন্মগ্রহন করেন। তাঁর পিতা ব্রিগেডিয়ার জেনারেল তায়েব বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর প্রধান আর্থিক কর্মকর্তা এবং তাঁর মাতা শারমিন আক্তার একজন গৃহিণী।

আয়মান সাদিক মাধ্যমিকে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল এণ্ড কলেজে অধ্যয়ন করেছেন। তিনি উচ্চমাধ্যমিকে অধ্যয়ন করেছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন থেকে বিবিএ (ব্যচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন) তে স্নাতক সম্পন্ন করেন (২০১২-২০১৫)।

১০ মিনিট স্কুল

১০১৫ সালে বাংলাদেশে প্রথমবারের মত সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক অনলাইন প্লাটফর্ম 10 minute School - এর যাত্রা শুরু হয় মূলত তঁার হাত ধরেই। যেখনে প্রতিদিন গড়ে প্রায় সারে ৩ লাখেরও বেশি স্টুডেন্ট বিনা মূল্যে পড়াশুনা করছে। তাঁর 10 minute School হচ্ছে এমন একটি অনলাইন স্কুল যেখানে এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়তে হবে,কিভাবে ভালো রেজাল্ট করা যাবে, ফিজিক্যাল ও মেন্টাল বিষয়ক নানান ট্রিপস এন্ড ট্রিকস্- এর উপর ভিডিও লেকচার শ্রোতাদের জন্য তৈরি করা হয়।

কার্যক্রম

১০ মিনিট স্কুল কতৃক পরিচালিত কার্যক্রমগুলো হলো:

গণিত, বিজ্ঞান, ইতিহাস, ইংরেজি এবং সাহিত্যের উপর একাডেমিক ক্লাস নেওয়া।

কে কি শিখল, এবং পরবর্তীতে কিভাবে শিখবে তার উপর প্রতিবেদন তৈরী করা।

সরাসরি সম্প্রচারমূলক ক্লাস নেয়া, যার ফলে শিক্ষার্থীদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারা যায়।

অনুশীলন করার জন্য বিভিন্ন কুইজ এবং মডেল টেস্ট দেওয়া।

বিভিন্ন শিক্ষামুলক তথ্য ধারণ সমৃদ্ধ ব্লগ লিখা।

পুরস্কার

খুব স্বল্প সময়েই তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা।তার পাওয়া পুরস্কার সমূহ হলো-

ব্র্যাক ম্যানথান ডিজিটাল উদ্ভাবন পুরস্কার

কুইন্স ইয়ং লিডার অ্যাওয়ার্ড ২০১৮

গ্লোমো পুরস্কার,

বার্সেলোনা সামাজিক প্রভাবের জন্য সুইস দূতাবাস পুরস্কার

ইয়ুথ এওয়ার্ড ২০১৬

ডিওয়াইডিএফ ইওথ আইকন পুরস্কার

বিযম্যাস্ট্রোস চ্যাম্পিয়ন

ব্রাণ্ডউইটজ ‘১৩ চ্যাম্পিয়ন

ইউনিলিভার ফিউচার লিডার’স লিগ ২০১৬

এমডব্লিউসি পুরস্কার

বিশ্ব মোবাইল কনগ্রেসে গ্লোমো পুরস্কার

বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ উন্নয়নে অনন্য অবদানের জন্য ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে ‘কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন তিনি। লন্ডনের বাকিংহাম প্যালেসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাণী দ্বিতীয় এলিজাবেথ।

আয়মান সাদিক এর বই সমূহ

তাঁর প্রথম বই 'Never Stop Learning' ছিল ২০১৮ সালের 'অমর একুশে বই মেলা'র বেস্টসেলার।

নেভার স্টপ লার্নিং

স্টুডেন্ট হ্যাকস

ভাল্লাগে না

কমিউনিকেশন হ্যাকস

লোকে কী বলবে?

ট্রাভেল বাংলাদেশ চ্যালেঞ্জ বুক

স্টুডেন্ট লাইফ হ্যাকস কালেকশন

প্যারাময় লাইফ, ভাল্লাগে না!

১০ মিনিট প্যাকেজ

নির্ঝর নৈঃশব্দ্য-Biography Of nirjhor noishobdho
মুফতি আনোয়ার হোসাইন চিশতী এর জীবনী - Biography of Mufti Anwar Hossain Chishti
সাইফুল ইসলাম কামাল
নূর-ই-আলম চৌধুরী এর পরিচয় ও জীবনী - Noor-e-Alam Chowdhury's identity and biography
সোলায়মান সুখন-Biography Of Solaiman Shukhon
বেগম ফজিলাতুন্নেসা এর জীবনী - Biography of Begum Fazilatunnesa
এম এ ওয়াজেদ মিয়া এর জীবনী - Biography of M. A. Wazed Miah
শিবু কুমার শীল
শেখ ফজলে শামস পরশ এর পরিচয় ও জীবনী - Introduction and biography of Sheikh Fazle Shams Parash
শেখ সারহান নাসের তন্ময় এর পরিচয় ও জীবনী - biography of Sheikh Sarhan Naser Tanmoy