ড. এনায়েতুল্লাহ আব্বাসী এর জীবনী- Biography of Dr. Enayetullah Abbasi
Dr. Enayetullah Abbasi

ড. এনায়েতুল্লাহ আব্বাসী এর জীবনী- Biography of Dr. Enayetullah Abbasi

ইউটিউব: https://www.youtube.com/c/abbasitvltd

ফেসবুক: https://m.facebook.com/abbasimonjiljoinpur/

ইনস্টাগ্রাম: https://www.instagram.com/dr._anayetullah_abbasi/

পরিবারের সদস্যগণ

হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জৈনপুরী (রঃ) ছিলেন হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বংশধর, যার জন্য আল্লামা আব্বাসী হুজুরের নামের শেষে সিদ্দিকী দেওয়া হয়।

তাঁর ৮ম কন্যা হাজেরা বিবি (রহ.)। তার পুত্র জহুরুদ্দিন আহমদ আব্বাসী (রহ.)। তার ছেলে সিদ্দিক আহমদ আব্বাসী (রহ.)। তার ছেলে নেছার আহমদ আব্বাসী (রহ.)। তার ছেলে মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী।

শিক্ষা

তিনি শায়খ আবুল হাসান আলী আল-নদভী সহ অসংখ্য স্কলারদের কাছ থেকে ইজাজা (লাইসেন্স বা সার্টিফিকেট) পেয়েছেন এবং লুখনউ বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি পেয়েছেন।

এছাড়াও, তিনি ইসলামিক ইউনিভার্সিটি নদওয়াতুলে ইসলামিক ফান্ডামেন্টাল বিষয়ে স্নাতকোত্তর এবং দাওয়া (বয়স) স্নাতকোত্তর করেছেন।

আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুর হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর সরাসরি বংশধর এর প্রমাণের জন্য নিম্নের নছবনামা:

০১- মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ।

০২- পিতা নেছার আহমাদ আব্বাসী (রহঃ) ।

০৩- তার পিতা সিদ্দিকী আহমাদ আব্বাসী (রহঃ) ।

০৪- তার পিতা জহুরুদ্দীন আহমাদ আব্বাসী (রহঃ) ।

০৫- তার পিতা ফাজেলে শেখ আহমাদ ঈসা আব্বাসী (রহঃ) ।

০৬- তার পিতা শেখ আলী হোছাইন আব্বাসী (রহঃ) ।

০৭- তার পিতা শেখ ইমাম আলী আব্বাসী (রহঃ) ।

০৮- তার পিতা শেখ গোলাম হোছাইন আব্বাসী (রহঃ) ।

০৯- তার পিতা ছায়াদ উল্লাহ আব্বাসী (রহঃ) ।

১০- তার পিতা ফায়েজ উল্লাহ আব্বাসী (রহঃ) ।

১১- তার পিতা শোকরুল্লাহ আব্বাসী (রহঃ) ।

১২- তার পিতা মুহাম্মাদ মুজতবা আব্বাসী (রহঃ) ।

১৩- তার পিতা মুফতী ইয়াহইয়া আব্বাসী (রহঃ) ।

১৪- তার পিতা মোল্লা আব্দুল হক আব্বাসী (রহঃ) ।

১৫- তার পিতা আবুল জালাল হামীদ আব্বাসী (রহঃ) ।

১৬- তার পিতা শেখ ইব্রাহীম আব্বাসী (রহঃ) ।

১৭- তার পিতা আবুল ফয়েজ রাজু আব্বাসী (রহঃ) ।

১৮- তার পিতা শেখ আবুল হাসান মুহাম্মাদ আব্বাসী (রহঃ) ।

১৯- তার পিতা কাজী মহিউদ্দীন নূর আব্বাসী (রহঃ) ।

২০- তার পিতা মাখছুমেনা আবুল-জালাল-ইসমাইল আব্বাসী (রহঃ) ।

২১- তার পিতা আবুল আলা আয়াজ উদ্দীন আব্বাসী (রহঃ) ।

২২- তার পিতা আবুল জালাল ফখরুদ্দীন আব্বাসী (রহঃ) ।

২৩- তার পিতা ফাসিহ আব্বাসী (রহঃ) ।

২৪- তার পিতা আহমদ মালি আব্বাসী (রহঃ) ।

২৫- তার পিতা সালেহ আব্বাসী (রহঃ) ।

২৬- তার পিতা শরীফ আব্বাসী (রহঃ) ।

২৭- তার পিতা জায়েদ আব্বাসী (রহঃ) ।

২৮- তার পিতা ওমর আব্বাসী (রহঃ) ।

২৯- তার পিতা কাসেম আব্বাসী (রহঃ) ।

৩০- তার পিতা নিজাম উদ্দীন আব্বাসী (রহঃ) ।

৩১- তার পিতা জয়নাল আবদীন আব্বাসী (রহঃ) ।

৩২- তার পিতা হাসেম আমিরুল উমারা আব্বাসী (রহঃ) ।

৩৩- তার পিতা মুজাফফর আব্বাসী (রহঃ) ।

৩৪- তার পিতা জাফর আব্বাসী (রহঃ) ।

৩৫- তার পিতা আবুস সামাদ আব্বাসী (রহঃ) ।

৩৬- তার পিতা ইসমাইল আব্বাসী (রহঃ) ।

৩৭- তার পিতা মনছুর আব্বাসী (রহঃ) ।

৩৮- তার পিতা আব্দুল মালেক আব্বাসী (রহঃ) ।

৩৯- তার পিতা আবুল আব্বাস সাফফাহ আব্বাসী (রহঃ) ।

৪০- তার পিতা মোহাম্মাদ আব্বাসী (রহঃ) ।

৪১- তার পিতা আলী আব্বাসী (রহঃ) ।

৪২- তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) ।

৪৩- তার পিতা সাইয়্যেদুনা আব্বাস রাদিআল্লাহু তায়ালা আনহু ।

৪৪- তার পিতা আবুল মুত্তালিব ।

৪৫- তার পিতা হাসেম ।

৪৬- তার পিতা আবদে মানাফ ।

৪৭- তার পিতা কুসাইব ।

৪৮- তার পিতা কেলাব ।

৪৯- তার পিতা মোররাহ ।

৫০- তার পিতা কা'য়ব ।

৫১- তার পিতা লুয়াইয়িত্তামিমিল ক্বুরাইশী ।

আব্বাসি পরিবারের ইতিহাস

আব্বাসি নামের অর্থ

মুসলিম: আরবি পারিবারিক নাম থেকে? আব্বাসী, ব্যক্তিগত নামের একটি উদ্ভূত? আব্বাস (আব্বাস দেখুন), যাকে বোঝানো হচ্ছে? আব্বাস নামে পরিচিত কারো বংশধর বা তার সাথে যুক্ত, বিশেষ করে খলিফদের আব্বাসীয় বংশের একজন বংশধর, যিনি ইসলামিক শাসন করেছিলেন বিশ্ব ৭৫০ থেকে, যখন তারা বাগদাদে একটি নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছিল, ১২৫৮ সাল পর্যন্ত, যখন তারা মঙ্গোলদের দ্বারা ধ্বংস হয়েছিল।

মাওলানা মুফতি রুহুল আমিন নুরী এর জীবনী
ড. আকবর আলি খান এর জীবনী - Dr. Biography of Akbar Ali Khan
জীবনানন্দ দাশ
মোনায়েম সরকার
বিধান চন্দ্র পাল এর জীবনী-Biography Of Bidhan Chandra Pal
আমব্রিনা সার্জিন আমব্রিন-Biography Of Ambrina Surgeon Ambrin
আয়মান সাদিক এর জীবনী-Biography of Ayman Sadiq
নায়লা নাঈম এর বয়স, শিক্ষা ও জীবনী-biography of Nayla Naeem
আইনুদ্দীন আল-আজাদ (রহঃ) এর জীবনী-Biography of Ainuddin Al-Azad (RA)
শেখ রাসেল এর জীবনী - Biography of Sheikh Russel