ক্যাথরিন মাসুদ এর জীবনী-Biography of Katherine Masood
পুরো নাম: মাসুদ ক্যাথরিন মাসুদ
পূর্বের নাম: ক্যাথরিন শেপিয়ার
জন্ম: ২৭ মে, ১৯৬৩ খ্রিষ্টাব্দে
জন্মস্থান: আমেরিকার শিকাগোতে
পেশা: চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার, সম্পাদক ও সঙ্গীত পরিচালক
কর্মজীবন: ১৯৯৫ - বর্তমান
দাম্পত্য সঙ্গী: তারেক মাসুদ
সন্তান: ছেলে নিষাদ বিংহাম পুত্রা মাসুদ
ফেসবুক: https://www.facebook.com/catherine.masud.7
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/p/CES-s_-Bnd_/
টুইটার: https://twitter.com/ctmasud
ক্যাথরিন মাসুদ বাংলাদেশের এক স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা। তাঁর পূর্বের নাম ক্যাথরিন শেপিয়ার। ক্যাথরিনের জন্ম ২৭ মে, ১৯৬৩ খ্রিষ্টাব্দে আমেরিকার শিকাগোতে। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্ত্রী তিনি।
পরিচিতি
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়নে বিএ-স্নাতক হন কৃতিত্বের সঙ্গে। সেখানে তাঁর গবেষণা অভিসন্দর্ভের বিষয় ছিল 'গুয়াতেমালায় মানবাধিকারের জন্য আদিবাসী জনগোষ্ঠীর সংগ্রাম'। ভারমন্ট কলেজ অফ ফাইন আর্টস থেকে চলচ্চিত্রে এমএফএ (মাস্টার্স অফ ফাইন আর্টস) সম্পন্ন করেন। সেখানে তাঁর অভিসন্দর্ভের প্রকল্প ছিল তাঁর নিকটাত্মীয়কে নিয়ে করা একটি প্রামাণ্যচিত্র। এছাড়া ফ্রান্সের ইউনিভার্সিতি দ্যু লঁ থেকে স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম সম্পন্ন করেন যাতে মূলত কেন্দ্র করা হয়েছিল ইতিহাস ও তুলনামূলক সাহিত্য।
১৯৮০'র দশকে তাঁর সাথে তারেক মাসুদের পরিচয় হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ ১৯৮৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারেক ও ক্যাথরিন মাসুদের আমেরিকার বাড়ি ছিল স্ট্যাটান আইল্যান্ডে। ১৯৯৫ সাল থেকে তিনি ঢাকায় নিয়মিত বসবাস শুরু করেন। ক্যাথরিন এবং তারেক মিলে ঢাকায় একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যার নাম অডিওভিশন। ক্যাথরিন, তারেক মাসুদের সাথে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণে অংশ নেন। তিনি চলচ্চিত্র সম্পাদক হিসেবে কাজ করতেন তারেক মাসুদের সাথে। তিনি মাটির ময়না চলচ্চিত্রের সহ-লেখক ছিলেন। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জননী ক্যাথরিন একজন চিত্রশিল্পী এবং চলচ্চিত্র বিশেষজ্ঞ। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ দম্পতির বিংহাম পুত্রা মাসুদ নিশাদ নামে এক ছেলে আছে। ক্যাথরিন মাসুদের মা হচ্ছেন আলফ্রেডা শেপিয়ার এবং বড় ভাই হচ্ছেন আলফ্রেড শেপিয়ার।
ক্যাথরিন মাসুদ এর বই সমূহ
চলচ্চিত্র কথা : তারেক মাসুদের বক্তৃতা ও সাক্ষাৎকার
তারেক মাসুদ : জীবন ও স্বপ্ন