আল্লামা তারেক মনোয়ার এর জীবনী-Biography of Allama Tareq Monwar
১৯৬০ সালে লক্ষীপুরে জন্মগ্রহণ করেন মাওলানা তারেক মনোয়ার। প্রাইমারী শিক্ষার গন্ডি পেরিয়ে তিনি চলে আসেন রাজধানী ঢাকা। ঢাকা থেকেই উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক শেষ করে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। এছাড়া ঢাকা আলিয়া থেকে হাদিস ও আদবে বিষয়ে কামিল’সহ তৎকালিন ইসলামি বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ রিলিজিয়নের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
মাওলানা তারেক মুনাওয়ার বাংলাদেশের একজন আন্তরজাতিক রাজনৈতিক বক্তা।তিনি বিভিন্ন দেশে ওয়াজ করে আসছেন। তিনি আরবী, ঊদ্ধু ও ইংরেজি ভাষায় ওয়াজ করতে পারেন।তার ওয়াজ শুনে অনেকেই মুসলমান হয়েছেন তার প্রমাণ তার ওয়াজ থেকেই পাওয়া যায়।এমনকি আল্লামা সাঈদী সাহেব তার কোন এক ওয়াজে বলেছিলেন আমার পর কেউ যদি আন্তরজার্তিক বক্তার স্বীকৃতি পান তাহলে তারেক মুনাওয়ারই পাবে।
তারিক মনোয়ার হোসাইন এর বই সমূহ
ইসলামী গানের আধুনিক সংকলন শিহরন
সাম্প্রতিক মন্তব্য
#হাবিব
ইয়া রব তারেক মনোয়ার সাহেব কে হেফাজত করে রাখো#আবুবকর ছিদ্দিক আরিফ
তারেক মনোয়ার বাংলাদেশ তথা মুসলিম দেশগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ ইসলামের দায়ী,,,#MD. FARHAD PRODHAN
বাংলাদেশের শ্রেষ্ঠ একজন কুরআনের মুফাসসির ও জনপ্রিয় ইসলামি সংস্কৃতির ধারক।#আজম
মোটা যে সত্যবাদী বক্তা রয়েছে তার মধ্যে অন্যতম একজন#মোহাম্মদ দিদার
হা