সাইফুল ইসলাম কামাল
সাইফুল ইসলাম কামাল

সাইফুল ইসলাম কামাল

শীর্ষ দশের সর্বশেষ স্থানে আছেন নাভানা লিঃ ও নাভানা সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর সাইফুল ইসলাম কামাল। তিনিও প্রায় ২৯০ মিলিয়ন ডলারের মালিক।

দ্বিতীয় সম্পদশালী ব্যক্তির তালিকায় রয়েছেন নাভানা গ্রুপের সাইফুল ইসলাম। তার নিট সম্পদের পরিমাণ ২৭০ কোটি টাকা। সাইফুল ইসলাম নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামালের ছেলে। তিনি ব্যবসা বিষয়ে ভারতের নিউ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে থাকতেই তিনি তার বাবার প্রতিষ্ঠান নাভানা গ্রুপে যোগদান করেন। ২০০০ সালে নাভানা লিমিটেডের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেসময় থেকেই তিনি নাভানা রিয়ের এস্টেট লিমিটেড, নাভানা কন্সট্রাকশন লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড পরিচালনায়ও ভূমিকা রেখে আসছেন।

গিয়াস উদ্দিন আল মামুন Gias Uddin Al Mamun
মাওলানা তরিক জামিল-Biography Of Maulana Tariq Jamil
রেজেপ তাইয়িপ এরদোয়ান এর জীবনী - Biography of Recep Tayyip Erdogan
শাহ আবদুল করিম এর জীবনী - Biography of Shah Abdul Karim
হাসনাত শোয়েব
এ কে শামসুদ্দিন
মাওলানা কামাল উদ্দিন কাসেমী এর জীবনী
মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী - Biography Of Nurul Islam Olipuri
আয়াত আলী পাটওয়ারী এর জীবনী-Biography Of ayet ali patwary
মিখাইল কালাশনিকভ এর জীবনী - Biography of Mikhail Kalashnikov