
আজম জে চৌধুরীর জীবনী-Biography Of azam j chowdhury
জন্মঃ
আজম জে চৌধুরীর পুরো নাম আজম জাহাঙ্গীর চৌধুরী। তার জন্ম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হোসেনপুর গ্রামে। মধ্যবিত্ত পরিবারে জন্ম তার।
শিক্ষাজীবনঃ
আজমের শৈশব কাটে কুলাউড়ায়। তিনি কুলাউড়ার নবীণচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে সিলেট এমসি কলেজে ভর্তি হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে মাস্টার্স করে ১৯৮১ সালে ব্যবসায় পুরোপুরি আত্মনিয়োগ করেন।
কর্মজীবনঃ
আজম জে চৌধুরী:তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক। প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুর্বিক্যান্টের সোল এজেন্ট। তিনি ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন বহুজাতিক কোম্পানি ইস্টকোস্ট গ্রুপ। এরপর গ্রীণ ওয়েজ ইন্ডাষ্ট্রিজ লিঃ, ঘোরাশাল পাওয়ার স্টেশন ও সিদ্ধিগঞ্জে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। এছাড়া বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট, ইস্টকোস্ট শিপিং লাইন, গ্রীণওয়েজ ইন্ডাষ্ট্রি, ইষ্ট কোস্ট ট্রেডিং, সাউথ এশিয়া প্লাষ্টিক কোম্পানি, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক ও পরিচালক তিনি। গ্রীণ ডেল্টাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী বাংলাদেশ নরওয়ে চেম্বারের সভাপতিও।আর্তমানবতার সেবায় তার অর্থে বিভিন্ন স্কুল কলেজ, বৃদ্ধাশ্রমসহ নানা সামাজিক প্রতিষ্ঠান চালু রয়েছে।
বর্তমানে প্রায় ৪১০ মিলিয়ন ডলারের মালিক।
সাম্প্রতিক মন্তব্য
#জাহিদ
অনেক ভালো#M abdullah al harun
আচ্ছালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু ❤️❤️❤️🇧🇩 অভিনন্দন দোয়া ও শুভ কামনা রইল।#MD. RASEL MIA
ফোন নাম্বার দিবেন প্লীজ#Dr.abdul Zobber
জনাব, সালাম নেবেন।আমার বাড়ি বড়লেখা উপেজলায়। আমি আপনার সাথে কথা বলতে চাই। আমার মোবাঃ নং 01713818950#Dr.abdul Zobber
Take my salam.from Barlekha. My cont no01713818950..please callback me.