Moosa Bin Shamsher
জন্ম ও শিক্ষা
মুসা ১৯৪৫ সালের ১৫ অক্টোবর তৎকালীন পূর্ব পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চার ভাই এবং দুই বোনের মাঝে তিনি পিতা-মাতার তৃতীয় পুত্র সন্তান। তার বাবা শমসের আলী মোল্লা স্থানীয় ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন।
মুসা বিন শমসের হলেন একজন বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি; যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসেবেও মনে করা হয়ে থাকে। তিনি ১৯৭০ ও ১৯৮০-এর দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।
ব্যবসায়িক কর্মকাণ্ড
মুসা তরুণ বয়সেই ব্যবসা শুরু করেন। তার প্রথম ব্যবসায়িক জীবনে ড্যাটকো নামের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। মুসা জনশক্তি রপ্তানিতে দেশের একজন দিকপাল হিসেবে পরিচিতি পান। তিনি বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণেও ব্যক্তিগত বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছিলেন।বর্তমানে তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবন
মুসা কানিজ ফাতেমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ এবং তাদের দুই পুত্র ও এক কন্যা রয়েছে। তার দুই ছেলে ববি হাজ্জাজ শিক্ষক ও রাজনীতিবিদ এবং জুবি মুসা আইনজীবী। তার মেয়ে শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মুসা বাংলা, ইংরেজি এবং উর্দুতে সাবলীল।
অনুদান
মুসা ১৯৯৭ সালে যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির টনি ব্লেয়ার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য অনুদান দিতে চেয়ে সমালোচনার মুখে পড়েন।
সাম্প্রতিক মন্তব্য
#MD. RASEL MIA
আমি কি তার সাথে কথা বলতে পারব#মোঃ কাইয়ুম আহমেদ
আসসালামুয়ালাইকুম, আমি সিলেট বিভাগ থেকে বলছি, আমি অসহায় মানুষের মধ্যে একজন,আমার মা ,স্ত্রী,এবং ছোট একটি কন্যা সন্তান নিয়ে আমার পরিবার। আমার বুকে সমস্যা থাকার কারণে ভারি কোন কাজ কর্ম করতে পারিনা, আল্লাহ পাক আপনাকে অনেক সম্পদ দিয়েছেন। আমার জানামতে আপনি অনেক অসহায় মানুষকে সাহায্য করেছেন। যদি আমাকেও কিছুটা অর্থ সাহায্য করতেন একটি অটোরিকশা কিনে চালিয়ে সহজভাবে আমার পরিবারের জিবিকা নির্বাহ করতে পারতাম, আপনার মনে যদি দয়া হয় আমার বিকাশ নাম্বার 01790896194 ্#মোঃএমদাদুল
বাংলাদেশের ভূমিহীন এদেকে সহায়তা প্রাদান করুন যোগাযোগ ০১৮২১৪২৭৩৭৭#মোহাম্মদ আরিফুল ইসলাম
আমি খুব গরিব আমি পড়ালেখা করতে চাই কিন্তু গরিবের ঘরে জন্মানোর কারনে সেটা আমার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে আর একটা হচ্ছে আমি বড় হয়ে সেনাবাহিনী হতে চেয়েছি যদি পড়ালেখা করতে না পারি তাহলে সেনাবাহিনী হবো কিভাবে তাই বলতে চাই আপনার ঘরের কাজের জন্য আমাকে রাখতে পারেন আমাকে শুধু পড়ালেখা করালে হবে#Rakib Hasan
স্যার অামি একজন প্রতি বন্ধি মানুষ অামাকে কি কিছু সাহায্য করবেন🙏😭#সোহেল আহমেদ রাব্বি
আসসালামু আলাইকুম স্যার আমি একজন নতুন ব্যবসা শুরু করেছি আমার জন্য সহযোগিতা করুন আমি কোন ব্যাংক থেকে লোন পাচ্ছিনা কারন আমার স্থায়ী কোন ঠিকানা নেই তার জন্য ব্যাংক কর্তৃপক্ষ আমাকে লোন দিতে চায়না দয়া করে আমাকে সহযোগিতা করুন 01819820331#MD.SHAFIQUL ISLAM
আমি তার সাথে দেখা করতে চাই বাট আর কিছু চাই না আর বলতে চাই তিনি যেন পাঁচ ওয়াক্ত নামাজ পরেন#মোঃ মিনহাজ উদ্দিন তালুকদার শুভ্র।
আসসালামু আলাইকুম স্যার, আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন। এবং সুস্থতা দান করুন। স্যার আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, স্যার আপনি যদি আমাকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তবে আমার বড় উপকার হত। বিকাশ, 01790367507#মোঃঅমিদ হাসান
আসসালামু আলাইকুম স্যার জানি সালামেন উত্তর দিবেন#মানিক কামকার
আমার জীবনে কোন মূল্য নেই,আমি আজ হতাশ,আমি একজন প্রবাসী অনেক সপ্ন নিয়ে কাতারে এসেছি,জীবনে সাফল্য মুখ কখনো দেখতে পাই নি শুধু কষ্ট সাথে আমার দিন চলছে,আজ খুব অসহায় হয়ে গেছি আমি একটু বাঁচতে চাই মুসা বিন শমস স্যার,আপনাকে দেখলে আমার গা শিহরিত হয়ে ওঠে,যুগ যুগ বেঁচে থাকুন আপনি,আপনার সাথে দুই মিনিট কথা বলতে চাই স্যার খুব দুঃখের শহীদ আপনাকে বলছি এক জীবনে আমি নিজেকে ধন্য মনে করবো।#নুর আমিন শেখ
মুসা বিন শমসেরের কাছে আমার আবেদন আমাকে এমন একটা কাজের দায়িত্ব দেন যেন তা হতে কমপক্ষে ২০ কোটি টাকা আয় করা যায় আয় ৫০/৫০ অংশে ভাগ করে নিতে চাই। আর এটা তার পক্ষে আহামরি কোন কাজ না হলেও আমার জন্য লাইফ টাইম সুযোগ হবে যদি এমনটা তিনি করেন তাহলে আমার লাইফের অনেক আশা পুরুন হবে আশা করি উনি আমার এ বিষয়ে নজর দিবেন।#My nam is ariyan biplov
ami musa bin shamser sir ar sathe kichu impotent kotha volte cai#বাদশাহ
মুসা বিন শমসের এর মোবাইল নাম্বার চাই