মুসা বিন শমসের এর সম্পদের পরিমান,বয়স,সন্তান ও জীবনী - Musa bin Shams' wealth, age, children and biography
Moosa Bin Shamsher

Moosa Bin Shamsher 

জন্ম ও শিক্ষা

মুসা ১৯৪৫ সালের ১৫ অক্টোবর তৎকালীন পূর্ব পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চার ভাই এবং দুই বোনের মাঝে তিনি পিতা-মাতার তৃতীয় পুত্র সন্তান। তার বাবা শমসের আলী মোল্লা স্থানীয় ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন।

মুসা বিন শমসের হলেন একজন বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি; যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসেবেও মনে করা হয়ে থাকে। তিনি ১৯৭০ ও ১৯৮০-এর দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।

ব্যবসায়িক কর্মকাণ্ড

মুসা তরুণ বয়সেই ব্যবসা শুরু করেন। তার প্রথম ব্যবসায়িক জীবনে ড্যাটকো নামের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। মুসা জনশক্তি রপ্তানিতে দেশের একজন দিকপাল হিসেবে পরিচিতি পান। তিনি বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণেও ব্যক্তিগত বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছিলেন।বর্তমানে তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবন

মুসা কানিজ ফাতেমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ এবং তাদের দুই পুত্র ও এক কন্যা রয়েছে। তার দুই ছেলে ববি হাজ্জাজ শিক্ষক ও রাজনীতিবিদ এবং জুবি মুসা আইনজীবী। তার মেয়ে শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মুসা বাংলা, ইংরেজি এবং উর্দুতে সাবলীল।

অনুদান

মুসা ১৯৯৭ সালে যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির টনি ব্লেয়ার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য অনুদান দিতে চেয়ে সমালোচনার মুখে পড়েন।

মাওলানা আজহারুল ইসলাম আজমী এর জীবনী
মাওলানা আবদুল খালেক সাহেব শরিয়তপুরী এর জীবনী
আব্দুর রউফ চৌধুরীর জীবনী - Biography of Abdur Rauf Chowdhury
মহাদেব সাহা এর জীবনী - Biography of Mahadev Saha
সৈয়দ মিজানুর রহমান এর জীবনী-Biography Of Sayed Mizanur Rahaman
ফরিদুর রেজা সাগর এর জীবনী-Biography Of Faridur Reza Sagar
হুমায়রা আফরিন ইরা এর বয়স, শিক্ষা ও জীবনী- biography of Humayra Afrin Era
শেখ রেহানা এর জীবনী - Biography of Sheikh Rehana
ওমর ফারুক চৌধুরী এর পরিচয় ও জীবনী - biography of Omor Faruk Chowdhury
আনোয়ার পারভেজ এর জীবনী- Biography of Anwar Parvez