আবু কায়সার এর জীবনী-Biography Of Abu Kaisar
Abu Kaisar

আবু কায়সার-Abu Kaisar

রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক উপ-সচিব আবু কায়সার খান ২৪তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি রাজধানী ঢাকার স্থায়ী বাসিন্দা হলেও তার পৈত্রিক নিবাস মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।তার পিতা সরকারি চাকুরীজীবী ছিলেন। তার সহধর্মিনী জিনাত আফরিন সরকারি তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০১ সালে মাস্টার্স সম্পন করেন। ২৪তম বিসিএস-এর মাধ্যমে নিয়োগ প্রাপ্তির পর ২০০৫ সালে প্রথম তিনি সহকারি কমিশনার হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর তিনি একই পদে সুনামগঞ্জ সদর ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়, সিনিয়র সহকারি সচিব হিসেবে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন । ২০১৪ সালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব হিসেবে যোগদান করেন। সেখানে কর্মরত থাকাকালে ২০১৮ সালে উপসচিব পদে পদানতি পান এবং ২০১৯ সালের মার্চে জনপ্রশাসন মন্ত্রলালয়ে যোগদান করেন।

ইবনে হিশাম
সাদিকা পারভিন পপি এর জীবনী-Biography of Sadika Parveen Poppy
পরীমনি-Biography Of Pori Moni
অজয় দাশগুপ্ত এর জীবনী-Biography Of Ajay Dasgupta
আমব্রিনা সার্জিন আমব্রিন-Biography Of Ambrina Surgeon Ambrin
শাবনূর এর জীবনী-Shabnur's biography
অরুন্ধতী রায়
শেখ ফজলুল হক মনি এর পরিচয় ও জীবনী - Sheikh Fazlul Haque Moni's identity and biography
আখতারুজ্জামান ইলিয়াস এর জীবনী-Biography Of Akhteruzzaman Elias
চমক হাসান এর বয়স, শিক্ষা ও জীবনী