ফরিদুর রেজা সাগর এর জীবনী-Biography Of Faridur Reza Sagar
Faridur Reza Sagar

ফরিদুর রেজা সাগর-Faridur Reza Sagar

জন্মঃ

ফরিদুর রেজা সাগর ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো: ফজলুল হক; যিনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন। তার মাতা কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। ফরিদুর রহমান সাগর হলেন একজন বাংলাদেশী লেখক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক।

কর্মজীবনঃ

ফরিদুর রেজা সাগর ১৯৬৬ সালে বাল্য বয়সেই একজন অভিনেতা হিসেবে চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন। তিনি প্রেসিডেন্ট নামক একটি শিশুতোষ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি সাহিত্য লেখালেখি করেন, তাঁর কিছু উল্লেখযোগ্য প্রকাশনা হল: একটি গল্পের বই, মেঘনা-ও-গল্পো বুড়ো, মেঘনা ও আলাদিনের প্রদীপ, মেঘনা-ও-ইতি, কক্সবাজার কাকাতুয়া বা টেলিভিশন, জিবলার শাঙ্গি। তিনি শিশুদের জন্য পঞ্চাশটিরও বেশি বই লিখেছেন। দু:সাহসিক কাজ, রহস্য, ভ্রমণ, স্মৃতি, আতঙ্ক, মুক্তিযুদ্ধ, বৈজ্ঞানিক কল্পকাহিনী ইত্যাদি বিভিন্ন ধরনের ধারায় তিনি শিশুদের জন্য লিখেছেন। তিনি ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই প্রতিষ্ঠা করেন।

ব্যক্তিগত জীবনঃ

তিনি কনা রেজাকে বিয়ে করেন। মেঘনা এবং মোহনা নামে তাঁদের দুই মেয়ে রয়েছে।

পুরস্কার ও সম্মাননাঃ

১.অগ্রনী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার

২.চাঁদের হাট শিশুসাহিত্য পুরস্কার

৩.ইউরো শিশুসাহিত্য পুরস্কার

৪.বাচসাস পুরস্কার

৫.জাতীয় চলচ্চিত্র পুরস্কার

৬.বাংলা একাডেমি পুরস্কার 

৭.একুশে পদক

ড. সলিমুল্লাহ খান
ইমাম ইবনুল কাইয়্যিম
সাদাত হোসাইন এর জীবনী-Biography Of Sadat Hossain
হুমায়ুন আজাদ এর জীবনী-Biography Of Humayun Azad
তারেক মাসুদ এর জীবনী-Biography of Tareq Masood
Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য এর জীবনী
কবি মুহিব খান এর বয়স, শিক্ষা ও জীবনী - - Poet Muhib Khan's Age, Education and Biography -
সের্গেই সুরুভিকিন এর জীবনী - Biography of Sergey Suruvikin
জে-হোপ এর পরিচয়, জীবনী,বয়স ও জন্মদিন - J-Hope's identity, biography, age and birthday