পঙ্কজ সাহার জীবনী
জন্ম
পঙ্কজ সাহা ১৯৪৬ সালের ১২ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত মনিন্দ্রনাথ সাহা এবং মাতা প্রয়াত চঞ্চলা সাহা।
মুক্তিযুদ্ধে অবদান
১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে, জীবনের ঝুঁকি নিয়ে ‘অল ইন্ডিয়া রেডিও (আকাশবাণী)’ এর সংবাদসংগ্রহ এবং বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন রেডিও প্রোগ্রাম করে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রখ্যাত সাংবাদিক ‘পঙ্কজ সাহা’। সেই সময় মুক্তিযোদ্ধাসহ কলকাতায় আশ্রয়রত শরনার্থীদের বিভিন্ন প্রকার সহযোগিতা করেন তিনি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১২ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক মহামান্য রাষ্ট্রপতি ‘প্রয়াত জিল্লুর রহমান’ এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা’ এক সঙ্গে ‘পঙ্কজ সাহার’ হাতে তুলে দেন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা-পদক’।
পঙ্কজ সাহা এর বই সমূহ
শ্রেষ্ঠ কবিতা
কথানদী
মৃত্যুর জন্মদিন
জেনি না শকুন্তলা
সময়ের নাম মানুষ