
বিধান চন্দ্র পাল-Bidhan Chandra Pal
কবি, আবৃত্তিশিল্পী, লেখক, গবেষক, সমাজ উন্নয়নকর্মী, স্বদেশসেবক - এমন নানা পরিচয়ে পরিচিত বিধান চন্দ্র পাল। অথচ বয়সে তরুণ, চল্লিশের কোঠা এখনও পার হয়নি। স্কুলজীবন থেকেই তিনি লেখালেখি করেন। এখন পর্যন্ত কবিতাসহ বিভিন্ন বিষয়ে তাঁর তেরোটি গ্রন্থ প্রকাশিত ও বিভিন্ন পরিসরে সমাদৃত হয়েছে। এছাড়া তাঁর সম্পাদনায় উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থ স্বনামধন্য প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মুখপত্রও সম্পাদনার কাজে দীর্ঘদিন হলো যুক্ত রয়েছেন। উদ্ভাবনী নানান চিন্তা ও চেতনাকে কাজে লাগিয়ে প্রযুক্তির সফল ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করে তোলার কাজে অবদান রেখে যাচ্ছে - এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে তাঁর জীবিকারসূত্র। সংগঠনচর্চা তাঁর প্রিয় একটি বিষয়। সেইসূত্রে দেশে ও দেশের বাইরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পরিবেশবাদী সংগঠসমূহের সাথেও তিনি ঘনিষ্ঠ ও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
পরিচিতি
বিধান চন্দ্র পাল সমাজ বিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। তিনি পঁচিশ বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী, পরিবেশ ও সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। তিনি একজন প্রকাশিত লেখক। তিনি নিয়মিত পরিবেশ, জলবায়ু পরিবর্তন, কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের উপর নেতৃস্থানীয় সংবাদপত্র এবং জার্নালে লেখেন। এই বিষয়ে তার বেশ কিছু বই স্বনামধন্য প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এসব বিষয়ে কাজ করেছেন। তিনি প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের সাথে যুক্ত ছিলেন। প্রযুক্তি এবং উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার এক দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার।
গ্রন্থ সমূহ
১.প্রাণ ও প্রাণী
২.পরিবেশ প্রতিবেশ
৩.পরিবেশ ভাবনা
৪.স্মৃতিগুচ্ছ
৫.প্রেরণা ও চেতনায়
৬.নারীকাব্য
৭.আবার জেগে উঠবে মানুষ
৮.নগরায়ণ ও নগর সরকার
সাম্প্রতিক মন্তব্য
#kawsar
Masha allah