সেলিম রেজা নিউটন
পরিচিতিঃ রেজা নিউটন ১৯৬৮ সালের জানুয়ারীতে নিলফামারির সৈয়দপুরে জন্মগ্র্রহণ করেন।
১৯৯৪ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করছেন । আশির দশকে সামরিক-শাসন-বিরোধী ছাত্র-আন্দোলন এবং বলশেভিক-বামপন্থার সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ছাত্র ইউনিয়ন ছেড়েছিলেন ছাত্রজীবনেই। বিশ্ববিদ্যালয়ে সেনাক্যাম্প-স্থাপন ও সেনা-নির্যাতনের বিরুদ্ধে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা রক্ষার দাবিতে প্রতিবাদী মৌন মিছিল সংগঠিত করার ‘অপরাধে’ জরুরি অবস্থা লঙ্ঘনের দায়ে সহকর্মীদের সাথে জেল খেটেছেন।
মানুষ ও প্রকৃতি বিষয়ক ছোটকাগজ মানুষ সম্পাদনা করেন। সামাজিক বিজ্ঞান বিষয়ক শিক্ষায়তনিক জার্নাল অ্যাডমিনিস্ট্রেশন, কমিউনিকেশন অ্যান্ড সোসাইটি (অ্যাডকমসো জার্নাল) সম্পাদনা করতেন। কবিতা লেখেন।
সেলিম রেজা নিউটন এর বই-
১. গণমাধ্যম পরিবীক্ষণের সহজ পুস্তক
২.নিউটনের ছেলেবেলা
৩.নয়া মানবতাবাদ ও নৈরাজ্য
৪.অভ্যাসের অন্ধকার
৫.পরিস্থিতির বিবরণ
৬.অচেনা দাগ
৭.মানুষ : সন্ত্রাস-মিডিয়া-যুদ্ধ সংখ্যা মানুষ আর প্রকৃতি বিষয়ক পত্রিকা
৮.অমার মতো ট্রমার মতো