চপল বিশ্বাস
চপল বিশ্বাস জন্মগতভাবে একজন পুরুষ হলেও, শরীরে এবং মননে তিনি একজন মহিলা। এভাবেই তাঁর বেড়ে ওঠা। যাত্রা কিংবা নাটক তাঁকে দেখে বোঝার উপায় নেই তিনি আদতে একজন পুরুষ। একসময় তাঁর রূপে মুগ্ধ ছিলেন সকলেই। অনেক কাছের মানুষদের বদলে যেতে দেখেছেন কিন্তু কারও প্রতি কোনও অভিযোগ নেই। সব কিছু থেকে দূরে সঙ্গী এখন বই আর বৃদ্ধাশ্রমের ছোট্ট কামরাটি। বাকি সময় উদাস চোখে তাকিয়ে থাকেন জীবনের শেষ দৃশ্যের জন্যে।
চপল বিশ্বাস এর বই সমূহ ঃ
১.নিষিদ্ধ উচ্চারণ
২.বিবিদ দহন