আবিদ আনোয়ার এর জীবনী - Biography of Abid Anwar
Abid Anwar

আবিদ আনোয়ার এর জীবনী - Biography of Abid Anwar

জন্ম ও শিক্ষা

আবিদ আনোয়ার বাংলাদেশের একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার, ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার।আবিদ আনােয়ার-এর জন্ম ১৯৫০ সালের ২৪ জুন কিশােরগঞ্জ জেলায় কটিয়াদী থানার চর আলগী গ্রামে। বাবা মােঃ আজিমউদ্দিন ও মা হাসিনা বেগম।

কটিয়াদী হাই স্কুল থেকে  মাধ্যমিক পাশ করে ঢাকা কলেজ ভর্তি হন এবং সেখান থেকে এইচএসসি পাশ করেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্সসহ ১৯৭২ সালে এমএসসি এবং পরে ১৯৮৭ সালে কেবল লেখালেখির সূত্রেই বিশ্বব্যাংকের বৃত্তি পেয়ে যুক্তরাষ্ট্রের মিসৌরী বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড মার্কসহ সাংবাদিকতায় এমএ পাশ করেন।

কর্মজীবন

সাংবাদিকতা ও চাকরি করেন সম্পাদক, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), মহাখালী, ঢাকা। সাংবাদিকতা-সংক্রান্ত গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের National Journalism Scholarship Society-1 সম্মানসূচক সদস্যপদ লাভ করেন। বিজ্ঞানবিষয়ক লেখালেখির জন্য তিনি ১৯৭৯ সালে রাষ্ট্রপতি পদক, সাহিত্যকর্মের জন্য ১৯৯৬ সালে রাইটার্স-এর স্মারক পদক ও সংবর্ধনা, ১৯৯৭ সালে । বৃহত্তর ময়মনসিংহ সমিতির সংবর্ধনা ও স্বাধীনতার রজত জয়ন্তি পুরস্কার সৈয়দ নজরুল ইসলাম পদক এবং ২০০৬ সালে সুকুমার রায় সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি বর্তমানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-র প্রকাশনা বিভাগে কনসালট্যান্ট এডিটর হিসেবে।

মুক্তিযুদ্ধে অবদান

আবিদ আনোয়ার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের বিহারে অবস্থিত চাকুলিয়া ক্যাম্প থেকে বিশেষ কমান্ডো হিসেবে প্রশিক্ষণ নিয়ে ৩ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। কিশোরগঞ্জ এলাকায় ধূলদিয়া রেলসেতু অপারেশন এবং ভাঙা সেতুর পাড়ে পরবর্তী যুদ্ধ পরিচালনায় তিনি প্রভূত সাফল্য প্রদর্শন করেন। কিশোরগঞ্জ মহকুমা মুক্তিযোদ্ধা ক্যাম্পের প্রথমে সহাধিনায়ক, এবং শেষে পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব পান। এ কাজে তার পূর্বসূরী ছিলেন পর্যায়ক্রমে ক্যাপ্টেন মতিউর রহমান ও লেফটেন্যান্ট সাদেক।

প্রকাশিত গ্রন্থ ও সাহিত্যকর্ম

কবিতা, ছড়া, গল্প ও গান রচনায় এবং সাহিত্য সমালােচনায় তিনি সমান পারদর্শী । প্রকাশিত গ্রন্থের সংখ্যা চৌদ্দ ।

কবিতা

ধলপহরের পদাবলি, আগামী প্রকাশনী, ২০১৯

আটকে আছি মধ্যনীলিমায়, আগামী প্রকাশনী, ২০০৯

নির্বাচিত কবিতা, আগামী প্রকাশনী, ২০০৫

কাব্যসংসার, বিশাকা প্রকাশনী, ২০০৩

কাব্যসংসার, বর্ধিত সংস্করণ, আগামী প্রকাশনী, ২০০৫

খড়বিচালির বৃক্ষজীবন, দিব্য প্রকাশ, ২০০১

স্বৈরিণীর ঘরসংসার, বিশাকা প্রকাশনী, ১৯৯৭ (দ্বিতীয় সংস্করণ, ১৯৯৮; তৃতীয় সংস্করণ, ২০০১)

মরা জোছনায় মধুচন্দ্রিমা, অনিন্দ্য প্রকাশন, ১৯৯২

প্রতিবিম্বের মমি, অনিন্দ্য প্রকাশন, ১৯৮৫।

প্রবন্ধ

বাংলা কবিতার আধুনিকায়ন

চিত্রকল্প ও বিচিত্র গদ্য

বরেণ্য কবিদের নির্মাণকলা

ছন্দের সহজপাঠ

আমার মুক্তিযুদ্ধ: রাজপথ থেকে রণাঙ্গন

গল্প

তিন পাখনার প্রজাপতি

শিশুসাহিত্য

মশার মেয়ে পুনপুনি

সৃষ্টিছাড়া ত্রিশটি ছড়া

আগল-ভাঙা পাগল ছড়া

সম্পাদনা

আহসান হাবীবের শ্রেষ্ঠ কবিতা

আহসান হাবীবের নির্বাচিত কবিতা

শিল্পসাহিত্যবিষয়ক নিয়মিত/অনিয়মিত কলাম

মধ্যদিনের জানালা

বাংলা কবিতার আধুনিকায়ন

গীতরচনা

খোন্দকার নুরুল আলম, বশির আহমদ, সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার, অণুপ ভট্টাচার্য, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দীসহ পঞ্চাশ দশকোত্তর বিখ্যাত শিল্পীদের কণ্ঠে শতাধিক গান প্রচারিত হচ্ছে।

আবদুর রব সেরনিয়াবাত এর পরিচয় ও জীবনী - Abdur Rab Serniabat's biography
সাকিব আল হাসান এর জীবনী-Biography of Shakib Al Hasan
মুফতি মাহমুদ উল্লাহ আতিকী এর জীবনী - Biography of Mufti Mahmud Ullah Atiki
মুফতি ফয়জুল করিম এর জীবনী-Biography Of Mufti Faizul Karim
আল্লামা মামুনুল হক এর জীবনী-Biography Of Allama Mamunul Haque
মুনতাসীর মামুন
আ. স. ম. আবদুর রব- Biography Of A. S. M. Abdur Rab
ডাঃ জাফরুল্লাহ চৌধুরী এর জীবনী-Biography of Dr. Jafrullah Chowdhury
জহির রায়হান- Biography Of Zahir Raihan
ড. মোহাম্মদ হাননান