মহাদেব সাহা এর জীবনী - Biography of Mahadev Saha

মহাদেব সাহা এর জীবনী - Biography of Mahadev Saha

মহাদেব সাহা 

জন্ম ও পারিবারিক পরিচিতিঃ

মহাদেব সাহা ১৯৪৪ সালের ৫ আগস্ট সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী সাহা। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি তিনি তার সাহিত্যিক অবদান দিয়ে সব ধরনের পাঠকের মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি রোম্যান্টিক গীতিকবিতার জন্য জনপ্রিয়।

শিক্ষা জীবনঃ

মহাদেব সাহা বগুড়ার ধুনট হাইস্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। তিনি বগুড়ার আজিজুল হক কলেজ থেকে ১৯৬৪ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি আজিজুল হক কলেজে বাংলা সাহিত্য বিষয়ে অনার্স শ্রেণীতে ভর্তি হন এবং ১৯৬৭ সালে অনার্স পাস করে রাজশাহীতে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। এমএ পাসের পর তিনি কিছুদিন ইংরেজি বিষয়ে গবেষণায় নিযুক্ত হন কিন্তু কবিতা লেখার অদম্য আগ্রহ তাকে গবেষণা শেষ করার আগেই ঢাকায় নিয়ে যায়। তিনি জ্যোতিপ্রকাশ দত্তের সহায়তায় ১৯৬৯ সালে তৎকালীন সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় যোগদান করেন।

কর্ম জীবনঃ

সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদানের মধ্য দিয়ে ১৯৬৯ সালে মহাদেব সাহার কর্মজীবন শুরু হয়। জীবনব্যাপী তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত থেকেছেন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে অবসর গ্রহণ করেন।  ২০১৬ থেকে তিনি কানাডা প্রবাসী।

সাহিত্য কর্মঃ

তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি। কাব্যগ্রন্থ

১.কোনোখানে কোনো একদিন 

২.অনেক দিনের বিষাদ আছে মনে 

৩.শূন্যতা আমার সঙ্গী 

৪.তবু স্বপ্ন দেখি 

৫.দূর বংশীধ্বনি 

৬.দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই

 ৭.শুকনো পাতার স্বপ্নগাঁথা 

৮.পৃথিবী, তোমাকে আমি ভালোবাসি

৯. আমার ভিতরে যতো অন্ধকার, আমার ভিতরে যতো আলো 

১০.সব দুঃখ ভুলে যাই প্রেমের গৌরবে

১১.কেন সুন্দর ব্যথিত এতো 

১২.ভালোবেসে ছুঁয়েছি আকাশ 

১৩.ভালোবাসা, প্রিয় ঝরাপাতা 

১৪.কেন মোহে, কেনবা বিরহে 

১৫.সোনালি ডানার মেঘ 

১৬.কে পেয়েছে সব সুখ, সবটুকু মধু 

১৭.অর্ধেক ডুবেছি প্রেমে, অর্ধেক বিরহে

১৮.সন্ধ্যার লিরিক

১৯.কালো মেঘের ওপারে পূর্ণিমা

২০.ভালোবাসা কেন এতো আলো অন্ধকারময় 

২১.দুঃখ কোনও শেষ কথা নয় 

২২.লাজুক লিরিক-২ 

২৩.অন্ধের আঙুলে এতো জাদু 

২৪.অক্ষরে বোনা স্বপ্ন 

২৫.আদম হাওয়ার অশ্রুবিন্দু 

২৬.মাটির মলাট 

২৭.এই গৃহ এই সন্ন্যাস 

২৮.মানব এসেছি কাছে  

২৯.কী সুন্দর অন্ধ 

৩০.তোমার পায়ের শব্দ 

৩১.ধুলোমাটির মানুষ 

৩২.ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস 

৩৩.লাজুক লিরিক 

৩৪.আমি ছিন্নভিন্ন 

৩৫.মানুষ বড়ো ক্রন্দন জানে না 

৩৬.প্রথম পয়ার 

৩৭.কোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ 

৩৮.অস্তমিত কালের গৌরব 

৩৯আমূল বদলে দাও আমার জীবন 

৪০.একা হয়ে যাও 

৪১.যদুবংশ ধ্বংসের আগে 

৪২.কোথায় যাই, কার কাছে যাই 

৪৩.সুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া 

৪৪.এসো তুমি পুরাণের পাখি 

৪৫.বেঁচে আছি স্বপ্নমানুষ 

৪৬.বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই

 ৪৭.কেউ ভালোবাসে না 

৪৮.অন্তহীন নৃত্যের মহড়া 

৪৯.আকাশের আদ্যোপান্ত 

৫০.কাকে এই মনের কথা বলি

 ৫১.পাতার ঘোমটা-পরা বাড়ি 

৫২.মন কেন কাঁদে

৫৩.তুমিই অনন্ত উৎস 

৫৪.একবার নিজের কাছে যাই 

৫৫.তোমার জন্য অন্ত্যমিল 

৫৬.এ বড়ো আনন্দ এ বড়ো বেদনা

৫৭. ভুলি নাই তোমাকে রুমাল 

৫৮.স্বপ্নে অাঁকি সুন্দরের মুখ 

৫৯.ভালোবাসি হে বিরহী বাঁশি 

৬০.বহুদিন ভালোবাসাহীন 

৬১.কে তুমি বিষণ্ন ফুল 

৬২.অপরূপ অশ্রুজল 

৬৩.চাই বিষ অমরতা

প্রবন্ধ

গরিমাহীন গদ্য 

আনন্দের মৃত্যু নেই 

মহাদেব সাহার কলাম

কবির দেশ ও অন্যান্য ভাবনা 

ভাবনার ভিন্নতা 

মহাদেব সাহার নির্বাচিত কলাম

শিশুসাহিত্য

টাপুর টুপুর মেঘের দুপুর

ছবি আঁকা পাখির পাখা

আকাশে ওড়া মাটির ঘোড়া

সরষে ফুলের নদী

''আকাশে সোনার থালা

মহাদেব সাহার কিশোর কবিতা

কবিতা সংকলন

মহাদেব সাহার রাজনৈতিক কবিতা

মহাদেব সাহার প্রেমের কবিতা

মহাদেব সাহার শ্রেষ্ঠ কবিতা

প্রেম ও ভালবাসার কবিতা

নির্বাচিত ১০০ কবিতা

প্রকৃতি ও প্রেমের কবিতা

মহাদেব সাহার কাব্যসমগ্র

এ কে শামসুদ্দিন
মেয়র মোহাম্মদ হানিফ এর জীবনী - Biography of Mayor Mohammad Hanif
মুফতি নূর হোসেন নুরানী এর জীবনী - Biography of Mufti Nur Hossain Nurani
সের্গেই সুরুভিকিন এর জীবনী - Biography of Sergey Suruvikin
আবুল হাসনাত আবদুল্লাহ এর পরিচয় ও জীবনী - Abul Hasnat Abdullah's identity and biography
মাওলানা ওয়াসেক বিল্লাহ নোমানী এর জীবনী-Biography of Maulana Wasek Billah Nomani
আলতাফুর রহমান-Biography Of Altafur Rahman
মাওলানা আমির হামজা
আজম জে চৌধুরীর জীবনী-Biography Of azam j chowdhury
সেলিম রেজা নিউটন