হাসনাত আব্দুল হাই

 জন্ম

তিনি ১৯৩৭ সালের ১৭ মে তারিখে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবুল ফতেহ এবং মাতা আয়েশা সিদ্দিকা। তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্ভুক্ত সৈয়দাবাদ গ্রামে।হাসনাত আব্দুল হাই একজন প্রখ্যাত বাংলাদেশি কবি ও ঔপন্যাসিক। 

শিক্ষা

হাসনাত আবদুল হাই লেখাপড়া করেছেন কলকাতা, ঢাকা ও ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে। উচ্চতর শিক্ষার বিষয় অর্থনীতি। 

কর্মজীবন

অধ্যাপনা দিয়ে তিনি চাকরি জীবন আরম্ভ করেন। তারপর সিভিল সার্ভিস থেকে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন ও ১৯৯৯ সালে বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর লাভ করেন।

সাহিত্য কর্ম

ছাত্রজীবন থেকেই লেখা শুরু। এ পর্যন্ত লিখেছেন ৬টি গল্পগ্রন্থ’, ৩০টি উপন্যাস, ৭টি ভ্রমণ কাহিনী, ৪টি প্রবন্ধসংগ্রহ। বাংলা ছাড়াও ইংরেজিতে সমাজ বিজ্ঞান ও উন্নয়ন বিষয়ে লিখেছেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। তাঁর লেখা উপন্যাস সুলতান ডাবলিন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার এর জন্য মনোনীত হয়।

উপন্যাস

১.সুপ্রভাত ভালোবাসা     ২.আমার আততায়ী 

৩.তিমি                         ৪.মহাপুরুষ 

৫.যুবরাজ                     ৬.প্রভু 

৭.সুলতান                     ৮.সময় 

৯.মোড়লগঞ্জ সংবাদ     ১০.একজন আরজ আলী

১১.নভেরা                     ১২.বাইরে একজন 

১৩.হাসান ইদানীং         ১৪.Swallow 

১৫.Interview              ১৬.সিকস্তি 

১৭.লড়াকু পটুয়া

পুরস্কার

১.বাংলা একাডেমি পুরস্কার 

২.অলক্ত সাহিত্য পুরস্কার 

৩.জগদীশ চন্দ্র বসু পুরস্কার 

৪.মওলানা আকরম খাঁ পুরস্কার 

৫.শের-ই-বাংলা পুরস্কার 

৬.এস.এম. সুলতান পুরস্কার 

৭.শিল্পাচার্য জয়নুল পুরস্কার 

৮.এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার 

মাসুদ সাঈদী এর জীবনী-Biography of Masood Sayedee
বদিউজ্জামান সাঈদ নুরসী এর জীবনী - Biography of Badiuzzaman Syed Nursi
হুলিয়ান আলভারেস এর জন্ম,বয়স ও জীবনী - Julian Alvares Birth, Age and Biography
নোমান আলী খান এর জীবনী-Biography of Noman Ali Khan
জন জংকুক এর পরিচয়, জীবনী,বয়স ও জন্মদিন - John Jungkook's identity, biography, age and birthday
আয়মান সাদিক এর জীবনী-Biography of Ayman Sadiq
আলতাফুর রহমান-Biography Of Altafur Rahman
মীর জাফর আলী- Biography Of Mir Jafar ali
সুশান্ত পাল
মাইকেল মধুসূদন দত্ত