মুফতি ফয়জুল করিম
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাংলাদেশে জনপ্রিয় রাজনৈতিক ও ইসলামী নেতা। চরমোনাই, বরিশালে জন্মগ্রহণ করেন । তিনি মাওলানা ফজলুল করিমের ছেলে (মৃত শাহেখ চরমোনাই)। তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির।
মুফতি ফয়জুল করিম এর শিক্ষাগত যোগ্যতা:
দাওরায়ে হাদিসঃ দারুল উলুম দেওবন্দ-ভারত।
ইফতাঃ শাগরদী মাদ্রাসা।
সাম্প্রতিক মন্তব্য
#মাওলানা ইমরান চৌধুরী
বাড়ির টিকানা গ্রামঃ নিজ বুরুঙ্গা বাজার থানা উপজেলা ,ওসমানী নগর জেলা সিলেট। পিতা :হযরত মাওলানা আব্দুলওয়াহহাব চৌধুরী সাহেব দাঃবাঃ আমার নাম মাওলানা এইচ এম ইমরান চৌধুরী