আবদুর রাজ্জাক বিন ইউসূফ এর জীবনী-Biography Of Abdur Razzak Bin Yusuf

আবদুর রাজ্জাক বিন ইউসূফ এর বই

পরিচিতি

আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাপাইনবাবগঞ্জের দেবীনগর উপজেলার অধীন মাওলা বক্স হাজীরটলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন।

তিনি নাচল নবাবগঞ্জ মাদরাসা থেকে হাদীসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চ শিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলুম মউনাথভাঞ্জান থেকে দাওরা হাদীস শেষ করেন। তিনি দুই বার দাওরা হাদীস শেষ করেছেন। তারপর দেশে ফিরে কর্ম জীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি হাদীস ও তাফসীর নিয়ে ১ম বিভাগে কামিল পাশ করেন।

আল মারাকাজুল ইসলামীতে শিক্ষকতা করার মাধ্যমে তিনি তার কর্ম জীবনের শুরু করেন। তারপর ১৯৯৮ সাল থেকে অদ্যবধি আল মারকাজুল ইসলামী আস সালাফী নওদাপাড়া রাজশাহীতে একজন মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্র মাদরাসায় প্রায় ৫ বছর প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালান করেছেন। এই পাঁচ বছরে মাদরাসার উত্তরত্তর উন্নতি সাধনে বিরাট অবদান রেখে যান। এছাড়া তিনি মাসিক আত তাহরিক পত্রিকার ফতোয়া বোর্ডের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আল জামিয়াতুস সালাফিয়া নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করছেন।

গ্রন্থসমূহ

তিনি প্রায় দশটি বই লিখেছেন।ত্নমধ্যে অন্যতম হচ্ছে আইনে রাসুল দোয়া আধ্যায় ও তাওজীহুল কুরআন।

ইসলামী শিক্ষাকে বাংলাদেশে ছড়িয়ে দেয়ার জন্য তিনি অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যেমন আল জামিয়াতুস সালাফিয়া, রুপগঞ্জ নারায়নগঞ্জ, আল মাদ্রাসাতুস সালাফিয়া, আটমল, বগুড়া, বীরকুস্টিয়া দারুল হাদীস সালাফিয়া মাদরাসা বগুড়া।

আইনে রাসুল সাঃ দোআ অধ্যায় – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আদর্শ নারী – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 

আদর্শ পরিবার – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আদর্শ-পুরুষ – আব্দুর রাযযাক বিন ইউসুফ 

উপদেশ – আবদুর রাযযাক বিন ইউসুফ

কে বড় ক্ষতিগ্রস্ত – আব্দুর রাযযাক বিন ইউসুফ

কে বড় লাভবান – আব্দুর রাযযাক বিন ইউসুফ

তাওযীহুল কুরআন – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

তাফসীর কি মিথ্যা হতে পারে – আব্দুর রাযযাক বিন ইউসুফ

বক্তা ও শ্রোতার পরিচয় – আব্দুর রাযযাক বিন ইউসুফ

মরণ একদিন আসবেই – আব্দুর রাযযাক বিন ইউসুফ

মুফতি শেখ হামিদুর রহমান সাইফী এর জীবনী
মাওলানা জাকারিয়া এর জীবনী - Biography of Maulana Zakaria
মাওলানা মাহমুদুল হাসান ভূজপুরী এর জীবনী -Biography of Maulana Mahmudul Hasan Bhujpuri
অরুন্ধতী রায়
এ কে শামসুদ্দিন
খালেদ মুহিউদ্দীন-Biography Of Khaled Muhiuddin
আন্দালিব রহমান পার্থ এর জীবনী-Biography of Andalib Rahman Perth
আ. স. ম. আবদুর রব- Biography Of A. S. M. Abdur Rab
ডিজে সনিকা এর বয়স, শিক্ষা ও জীবনী - - DJ Sonika Age, Education and Biography
আবিদা সুলতানা এর জীবনী - Biography of Abida Sultana