নাঈমুল ইসলাম খান
নাঈমুল ইসলাম খান

Naimul Islam Khan

নাম:নাঈমুল ইসলাম খান

 পিতা:  নুরুল ইসলাম খান(রাজনীতিবিদ ও আইনজীবী)

মাতার নাম: নূরুন নাহার খান

জন্ম: ২১ জানুয়ারি ১৯৫৮

জন্মস্থান: কুমিল্লা

পেশা:সাংবাদিকতায় 

শিক্ষাজীবন:  কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করেন এবং সেখান থেকে এসএসসি পাস করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় তার স্নাতক ও স্তাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জার্নালিজম নিয়ে কাজ করেন। ২০০৭ সালে তিনি সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। 

বৈবাহিক জীবন: তসলিমা নাসরিন (১৯৯০–১৯৯১),নাসিমা খান মন্টি ১৯৯৩)


সন্তান: তিন কন্যা

কর্মজীবন: 
(১) ১৯৮২ সালে কয়েক মাসের জন্য প্রকাশিত মাসিকা পত্রিকা সময় সম্পাদনা করে। পরবর্তীতে এটি ‘খবরের কাগজ' হিসেবে পরিবর্তন করা হয়। এ পত্রিকাটি ১৯৮৭ সালে সাপ্তাহিক হিসেবে শুরু হয়।
(২) ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্পাদক হিসাবে আজকের কাগজে দায়িত্ব পালন করেন।
(৩)২০০২ সালে তিনি উপদেষ্টা সম্পাদক হিসেবে নিয়োগ আজকের কাগজে নিয়োগ পান। 
(৪)১৯৯২ সালে তিনি আরেকটি বাংলা ভাষার দৈনিক ভোরের কাগজ প্রতিষ্ঠা করেন, যা পরে মতিউর রহমানের মাধ্যমে সম্পাদিত হয়।
(৫)বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট নামে একটি সংগঠন পরিচালনা করেন।
(৬)২০০৭ সালে তিনি দৈনিক আমাদের সময় সম্পাদনা শুরু করেন


নাঈমুল ইসলাম খান তসলিমা নাসরিন,নাঈমুল ইসলাম খান নাসিমা খান মন্টি,নাইমুল ইসলাম নামের অর্থ কি

মাওলানা কামাল উদ্দিন দায়েমী এর জীবনী
মুফতি নূর হোসেন নুরানী এর জীবনী - Biography of Mufti Nur Hossain Nurani
চিত্তরঞ্জন দাস
আশেক মাহমুদ এর জীবনী-Biography Of Ashek Mahmood
মাহবুবুল হক শাকিল এর জীবনী-Biography Of Mahbubul Hoque Shakil
আবু ত্বহা মুহাম্মদ আদনান-biography of abu taha muhammad adnan
মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী - Biography Of Nurul Islam Olipuri
রানু মন্ডল- Biography Of Ranu Mondal
তাহসিন এন রাকিব এর বয়স, শিক্ষা ও জীবনী- biography of Tahsin N Rakib
সজীব আহমেদ ওয়াজেদ জয় এর জীবনী - Biography of Sajeeb Ahmed Wazed Joy