হাফিজুর রহমান সিদ্দিকীর জীবনী - Biography of Hafizur Rahman Siddiqui
হাফিজুর রহমান সিদ্দিকী

Hafizur Rahman Siddiqui

হাফিজুর রহমান সিদ্দিকী

জন্মঃ

হাফিজুর রহমান ১৯৮৭ সালের ১২ ই মার্চ বাংলাদেশের বরিশালের কুয়াকাটায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা একজন মাদ্রসার শিক্ষক এবং মা গৃহিণী।

শিক্ষাঃ

তিনি চরমোনাই মাদ্রাসায় পড়াশুনা করেছেন।

কর্মজীবনঃ

হাফিজুর রহমান সিদ্দিকী একজন বাংলাদেশী ইসলামী পন্ডিত, তিনি বক্তা এবং ইসলাম প্রচারক, যাকে শ্রোতারা অত্যন্ত পছন্দ করেন, এখনকার হিসাবে সিদ্দিকী বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য একজন ইসলামী পন্ডিত।

ক্যারিয়ারঃ

হাফিজুর ২০১০ সালে ধর্ম প্রচারক ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তিনি ২০১১ সালে সারা দেশে প্রচুর খ্যাতি পেয়েছিলেন, তাঁর বক্তব্য তাঁর ভক্তদের কাছে অনেক গুরুত্বপূর্ণ

তার বক্তব্যঃ

কওমি মাদ্রাসা সম্পর্কে এই বক্তা বলেন, ভালো করে ইতিহাস তালাশ করুন। অন্যরা যদি আওয়াজ তুলে থাকে, আমরা পরিপূর্ণ নিষেধ করি না। তবে কওমিওয়ালাদের ভূমিকা সর্বোচ্চ শিখরে।

শুধু তাই নয়, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান-স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া, কওমি মাদ্রাসাসহ সবগুলো জন্য খাছ করে দোয়া করা উচিৎ। যাতে রাসূলের আদর্শে যেন তারা চলতে পারে।

ইসলাম ও রাসূল (স.) এর বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের ক্ষেত্রে অন্যদের চেয়ে কওমিরা শীর্ষে রয়েছে বলে দাবি করে মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী

তিনি বলেন, ১০-বছর কওমি মাদ্রাসা সম্পর্কে বোঝাইতে যে কষ্ট হতো, এখন তো কওমির পরিচয় দিতে সেই কষ্ট নাই। একজন শিশুও বোঝে কওমি মাদ্রাসা সৃষ্টির মধ্যে একটি শ্রেষ্ঠ মানুষ গড়ার প্রতিষ্ঠান।

তার বিরোধিতাকারী আলেমদের ইঙ্গিত করে মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, আমাদের তাহাজ্জুদ নামাজ মিস হয় না। কিন্তু আমাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা পাঁচ ওয়াক্ত নামাজও জামায়াতে পড়ে না

তিনি আরও বলেন, কওমি মাদ্রাসার মতো পবিত্র জায়গাকে কীভাবে অপবিত্র বানানো যায় তার অপকৌশল আঁকার জন্য দুষ্কৃতিকারী বিধর্মীদের দালালরা পাগলপ্রায় হয়ে আছে

এ কে শামসুদ্দিন
রোদ্দুর রায় এর জীবনী- Biography Of roddur roy
ফাতিহা আয়াতের বয়স, শিক্ষা ও জীবনী
এম আবদুল আলীম
এম এ ওয়াজেদ মিয়া এর জীবনী - Biography of M. A. Wazed Miah
ডাঃ জাফরুল্লাহ চৌধুরী এর জীবনী-Biography of Dr. Jafrullah Chowdhury
খুশি কবির এর জীবনী - Biography of Khushi Kabir
সজীব আহমেদ ওয়াজেদ জয় এর জীবনী - Biography of Sajeeb Ahmed Wazed Joy
নায়লা নাঈম এর বয়স, শিক্ষা ও জীবনী-biography of Nayla Naeem
বাংলাদেশের সেরা ১০ জন কবি