Yusuf al-Qaradawi
সংক্ষিপ্ত পরিচয়ঃ
ইউসূফ আল-কারযাভী হলেন একজন মিশরীয় ইসলামি স্কলার । ৯ সেপ্টেম্বর ১৯২৬ সালে মিশরের গারবিয়্যা জেলায় জন্মগ্রহণ করেন।
আল-আজহারের শিক্ষাপদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিকে তিনি সারা মিশরে দ্বিতীয় হন। আল আজহারের উসুলুদ দ্বীন অনুষদ থেকে অনার্সو মাষ্টাস এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি বিষয় ছিল “যাকাত এবং সামাজিক সমস্যা সমাধানে তার প্রভাব। ১৯৬১ সালে তিনি কাতারে প্রথম পাড়ি জমান। ১৯৭৩ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠা করেন এবং ডিপার্টমেন্ট প্রধান হিসেবে যোগ দেন। তিনি আলেমদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীন এর সভাপতি ছিলেন। আল জাজিরা টেলিভিশনে শরীয়াহ এবং জীবন নামক তার অনুষ্ঠান তাকে পৃথিবীব্যাপি পরিচিত করে তোলে। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত এ পদক তিনি পান ১৪১৩ হিজরীতে।
তার বই সমূহঃ
ইসলামিক বিভিন্ন বিষয়ে লেখা তার কয়েকশ গ্রন্থ রয়েছে। সবগুলোই পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।
১.ঈমান ও সুখ
২.সুন্নাহর সান্নিধ্যে
৩.ইসলামী পুনর্জাগরণ : সমস্যা ও সম্ভাবনা
৪.ইসলামে হালাল হারামের বিধান
৫.বুদ্ধিদীপ্ত জাগরণের প্রত্যাশায়
৬.ইসলামে অর্থনৈতিক নিরাপত্তা
৭.ইসলামের বিজয় অবশ্যম্ভাবী
৮.আধুনিক যুগ ইসলাম কৌশল ও কর্মসূচী
৯.ইসলাম ও শিল্পকলা
১০.ইসলামী রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ
১১.ইসলামে এবাদতের পরিধি
১২.ইসলাম ও চরমপন্থা
১৩.ইসলামের যাকাতের বিধান ১ম ও ২য় খণ্ড
১৪.জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা
১৫.ইসলামে দারিদ্র বিমোচন