আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায
Abd al-Aziz ibn Abdullah Bin Baz

Abd al Aziz ibn Baz

জন্মঃ

আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বায ২১ নভেম্বর ১৯১০ সালে হিজরী জ্বিলহজ্জ মাসে সৌদি আরবের রিয়াদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সৌদি আরবের বিখ্যাত ইসলামী পণ্ডিত এবং সালাফি মতাদর্শের নেতৃস্থানীয় ব্যক্তি।

শিক্ষা ও কর্মজীবনঃ

বিন বায বিভিন্ন ইসলামী পণ্ডিতদের কাছে কোরান, হাদিস, ফিকহ, তাফসীর এবং  ইসলামি সাহিত্যের ওপর জ্ঞানার্জন করেন। ১৯৩৮ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত তিনি আল খারজ জেলার বিচারক হিসেবে কাজ করেছেন। ১৯৯৩ সাল থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সৌদি আরবের প্রধান মুফতির পদে অধিষ্ঠিত ছিলেন।

পুরস্কারঃ 

১৯৮১ সালে তিনি বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। ইসলাম ধর্মে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।

আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায এর বই সমূহঃ

ইবনে বাযের লেখা বইয়ের সংখ্যা প্রায় ৬০টি। তার বইয়ের বিষয়বস্তু হলো কুরআন, হাদিস, ফিকহ, ফারযিয়াত, নামায, জাকাত, দাওয়াত, হজ্জ্ব, ওমরাহ্‌ ইত্যাদি। এছাড়াও তিনি জাতীয়তাবাদের সমালোচনা করে বই লিখেছেন। 

১। অত্যাবশ্যকীয় পাঠ সমূহ

২। অলি আওলিয়াদের অসিলা গ্রহণঃ ইসলামী দৃষ্টিকোণ

৩। আল্লাহর আইন বাস্তবায়ন এবং এর পরিপন্থী বিষয় বর্জনের অপরিহার্যতা

৪। আল্লাহর দিকে আহবান ও দাঈর গুণাবলী

৫। ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ

৬। ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ

৭। ইসলামী হিজাব বা পর্দা

৮। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ

৯। জাদুকর্ম জ্যোতিষ ও দৈবকর্ম সম্পর্কে ইসলামী বিধান

১০। জানাযার কিছু বিধান

১১। নবী করীম সাঃ এর নামায আদায়ের পদ্ধতি

১২। নামায ও পবিত্রতা সম্পর্কে কয়েকটি বিশেষ প্রবন্ধ

১৩। নামায পড়ার পদ্ধতি

১৪। নিজ দেশের লোকদের সাথে রোযা রাখবে, না চাঁদ দেখা যে কোনো দেশের সাথে

১৫। ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ অত্যাবশ্যক

১৬। পর্দা

১৭। পর্দা ও বেপর্দার বিধান

১৮। বিদআত ও এর মন্দ প্রভাব

১৯। বিদআত থেকে সাবধান

২০। মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ দারসের সাথে সংশ্লিষ্ট বিধান

২১। যাকাত ও সাওম বিষয়ক দুটি পুস্তিকা

২২। বিরোধিতার মোকাবিলায় ইসলামের কর্তনীতি

২৩। রাসূল সাঃ এর উপর আমলের আবশ্যকতা আর তার অস্বীকারকারীর কাফের হওয়া

২৪। রাসূল সাঃ এর সালাত আদায় পদ্ধতি

২৫। লা ইলাহা ইল্লাল্লাহ

২৬। শাবানের পনেরতম রজনী উদযাপন শরীয়তের দৃষ্টিভংগি

২৭। সঠিক আকীদা বিশ্বাস ও যা এর পরিপন্থী

২৮। সালাত ও পবিত্রতা সম্পর্কে কয়েকটি বিশেষ প্রবন্ধ

২৯। সুন্নাতে রাসুল আঁকড়ে ধরা এবং বিদাত থেকে দুরে থাকা অপরিহার্য

৩০। হজ্জ উমরাহ ও যিয়ারত

মৃত্যুঃ

১৩ মে ১৯৯৯, ইবনে বায ৮৮ বছর বয়সে মারা যান। মক্কার আল আদিল কবরস্থানে তাকে কবর দেওয়া হয়।

মাওলানা মোতাসিম বিল্লাহ আতিকী এর জীবনী
হাসনাত শোয়েব
মাহবুবুল হক শাকিল এর জীবনী-Biography Of Mahbubul Hoque Shakil
আল্লামা তারেক মনোয়ার এর জীবনী-Biography of Allama Tareq Monwar
খালিদ সাইফুল্লাহ আইয়ুবী- Biography Of Khalid Saifullah Ayubi
সাদ বিন রাবী ওরফে সাদমুআ এর জীবনী
তাহসিন এন রাকিব এর বয়স, শিক্ষা ও জীবনী- biography of Tahsin N Rakib
মেসুত কুর্তিস এর পরিচয় ও জীবনী - biography of Mesut Kurtis
মিয়া খলিফার পরিচয়, জীবনী - Mia Khalifa Identity, Biography
এনজো ফার্নান্দেজ এর পরিচয়,জন্ম,বয়স ও জীবনী - Enzo Fernandez Identity, Birth, Age and Biography