আব্দুর রাজ্জাক বিন ইউসুফ-Biography Of Abdur Razzak bin Yousuf
Abdur Razzak bin Yousuf

আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

জন্মঃ

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী অঞ্চল, আলেম-ওলামার মাটি দেবী নগরে মাওলা বক্স হাজীরটলা গ্রামে ১৯৬০ সালে একটি সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন।

 শিক্ষাঃ

তিনি নাচোল, চাঁপাইনবাবগঞ্জ মাদ্রাসায় ১৯৭৫ থেকে ৭৯৮২ ইং পর্যন্ত পড়াশোনা করেন।  সেখানে হাদিসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়াশোনা করে উচ্চশিক্ষার আশায় ইলমের কেন্দ্র বলে খ্যাত  ভারতের উত্তর প্রদেশ গমন করেন এবং উত্তরপ্রদেশের দারুল উলুম মাউনাথভাঞ্জান থেকে অত্যন্ত সুনামের সাথে দাওরা হাদিস শেষ করেন।

কর্মজীবনঃ

২০ আগস্ট ১৯৮৮ ইং সালে আল-মারকাযুল ইসলামী, জান্নাতপুর, গোবিন্দগঞ্জ, ও গাইবান্ধায় মুহাদ্দিস হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের পাশাপাশি তিনি কলকাতা আলিয়া বোর্ড এবং ঢাকা আলিয়া বোর্ড থেকেও তার পড়াশোনা চালিয়ে যান যেটা আপনার ইতিপূর্বে জেনেছেন।

তিনি কর্মজীবনের পাশাপাশি বক্তব্যের মাধ্যমে দাওয়াতী কাজেও অবদান রাখা শুরু করেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি মাযহাব-মাসলাক নির্বিশেষে আপামর মুসলমানদের উদ্দেশ্যে নসিহত মূলক বক্তব্য দেন। বিশেষ করে জান্নাত-জাহান্নাম, কেয়ামত, আদর্শ পরিবার, কে বড় ক্ষতিগ্রস্ত ইত্যাদি বিষয়ে তাঁর বক্তব্য মাযহাব নির্বিশেষে সকল মুসলমানের হৃদয়ে নাড়া দিতে সক্ষম। 

তিনি পিস টিভিতে ও নিয়মিত আলোচনা করে থাকতেন, কিন্তু বর্তমানে বাংলাদেশে পিস টিভি বন্ধ। দেশের বাইরে সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, মিশর, ভারত ও নেপালে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

বই সমূহঃ

রাসূল (সাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত

কে বড় লাভবান?

কে বড় ক্ষতিগ্রস্ত?

বক্তা ও শ্রোতার পরিচয়

আদর্শ নারী

আদর্শ পুরুষ

আদর্শ পরিবার

মরণ একদিন আসবেই

উপদেশ

তাফসীর কি মিথ্যা হতে পারে?

আইনে রাসূল (ছাঃ) দো’আ অধ্যায়

তাওযীহুল কুরআন ২৮ তম পারা

তাওযীহুল কুরআন ২৯ তম পারা

তাওযীহুল কুরআন ৩০ তম পারা

মাওলানা মোতাসিম বিল্লাহ আতিকী এর জীবনী
তসলিমা নাসরিন এর জীবনী - Biography of Taslima Nasreen
আবদুস শহীদ নাসিম
কামাল চৌধুরীর জীবনী-Biography of Kamal Chowdhury
নির্ঝর নৈঃশব্দ্য-Biography Of nirjhor noishobdho
আয়েশা আব্দুল বাসিত এর জীবনী-Biography of Ayesha Abdul Basit
আরজ আলী মাতুব্বর এর জীবনী-Biography of Arj Ali Matubbar
তাওহিদ আফ্রিদি এর বয়স, শিক্ষা ও জীবনী
সের্গেই সুরুভিকিন এর জীবনী - Biography of Sergey Suruvikin
খলিল আল-ওয়াজির এর জীবনী - Biography of Khalil al-Wazir