আবুল আসাদ এর জীবনী - Biography of Abul Asad

আবুল আসাদ এর জীবনী - Biography of Abul Asad

Abul Asad

জন্ম পরিচয়ঃ

আবুল আসাদ ৫ আগস্ট ১৯৪২ সালে বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা এ, কে, ছামছালুল হক ভারতের বেনারসের মাদ্রাসা থেকে শিক্ষা লাভকারী একজন আলেম ছিলেন। তার মাতার নাম মজিদা বেগম। আবুল আসাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ পাশ করেন। 

কর্মজীবনঃ

আবুল আসাদ একজন বাংলাদেশী সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামলিস্ট। ছাত্রজীবন থেকে তার লেখক ও সাংবাদিকতা জীবনের শুরু। তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

তাঁর লেখা বই সমূহঃ

তিনি একজন প্রাবন্ধিক ও কলাম লেখক। এ পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ 'কাল পঁচিশের আগে ও পরে' এবং 'একশ' বছরের রাজনীতি', ঐতিহাসিক ঘটনার চিত্রধর্মী গল্প 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো সাইমুম সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৬১ টি বই প্রকাশিত হয়েছে। 

উল্লেখযোগ্য রচনাবলিঃ

একুশ শতকের এজেন্ডা

সময়ের সাক্ষী

ওয়ান ইলেভেনের পূর্বাপর দৃশ্যপট

একাত্তর এবং অন্যান্য প্রবন্ধ

কালো পঁচিশের আগে ও পরে

যুগ সন্ধিক্ষণের পৃথিবী

একশ বছরের রাজনীতি

আমরা সেই সে জাতি

মামলা ও গ্রেফতারঃ

দৈনিক সংগ্রামের ছাপাখানায় আমার দেশ মুদ্রণের অভিযোগে ১৫ এপ্রিল ২০১৩ তারিখে আবুল আসাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।  এছাড়া আবুল আসাদকে ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে দৈনিক সংগ্রাম কার্যালয় থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হন। পরে ঢাকার রমনা থানার রাজনৈতিক দলের মিছিলে অংশগ্রহণের মামলায় আদালত তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠায়। পুলিশের দায়ের করা এ মামলায় রাস্তায় মিছিল থেকে গাড়ি ভাংচুর ও বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়।  আবুল আসাদ ২৪ সেপ্টেম্বর ২০১১ তারিখে আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন।

মাওলানা আজিজুল ইসলাম জালালী এর জীবনী - Biography of Maulana Azizul Islam Jalali
মাওলানা জুনায়েদ আল হাবিব এর জীবনী-Biography of Maulana Junaid Al Habib
প্রফেসর আবদুল খালেক-Biography Of Professor Abdul Khaleq
সৈয়দ শামসুল হক এর জীবনী-Biography Of Syed Shamsul Haque
জহির রায়হান- Biography Of Zahir Raihan
রকিব হাসান এর জীবনী-Biography Of Rakib Hasan
সোলায়মান সুখন-Biography Of Solaiman Shukhon
আইরিন খান এর বয়স, শিক্ষা ও জীবনী-biography of Irene Khan
রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এর পরিচিতি - Biography of Radwan Mujeeb Siddiq Bobby
রমজান কাদিরভ এর জীবনী - Biography of Ramzan Kadyrov