আবদুল্লাহ আবু সায়ীদ-biography of Abdullah Abu Sayeed
Abdullah Abu Sayeed

আব্দুল্লাহ আবু সায়ীদ

জন্ম

আবদুল্লাহ আবু সায়ীদ ২৫ জুলাই ১৯৩৯ সালে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার কচুয়া উপজেলার অন্তর্গত কামারগাতি গ্রামে। তাঁর পিতা আযীমউদ্দিন আহমদ ছিলেন একজন কলেজ শিক্ষক ।আবদুল্লাহ আবু সায়ীদ বাংলাদেশের একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক। তিনি ষাটের দশকে একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিতি পান। 

শিক্ষাঃ

১৯৫৫ সালে তিনি পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক, ১৯৫৭ সালে বাগেরহাটের প্রফুল্লচন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনঃ

আবু সায়ীদ ১৯৬১ সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কিছুকাল সিলেট মহিলা কলেজে শিক্ষকতা করেন। ১৯৬২ সালের পহেলা এপ্রিল তিনি রাজশাহী কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে সরকারি চাকুরিজীবন শুরু করেন। এরপর তিনি ঢাকা কলেজের তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন আহমেদের আমন্ত্রণে সেখানে যোগদান করেন। আবু সায়ীদ ১৯৭৮ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

উল্লেখযোগ্য রচনাবলিঃ

বিশ্বসাহিত্য কেন্দ্র

পুরস্কারঃ

একুশে পদক, রামোন ম্যাগসেসে পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার।

আবদুল্লাহ আবু সায়ীদ এর বই সমূহঃ

১.ভাঙো দুর্দশার চক্র

২.উপদেশের কবিতা

৩.বাংলাদেশের নির্বাচিত ছোটগল্প

৪.সংগঠন ও বাঙালি

৫.শ্রেষ্ঠ বিদেশী গল্প 

৬.অসীমের ভেলা

৭.কিশোর আনন্দ-১

৮.ব্রাহ্মণের বাড়ির কাকাতুয়া

৯.নির্বাচিত সেরা গল্প

১০.সুকান্তের শ্রেষ্ঠ কবিতা

১১.মধ্যযুগের শ্রেষ্ঠ বাংলা কবিতা

১২.বিশ্বসাহিত্য কেন্দ্র ও আমি 

১৩.প্রাণ থেকে প্রাণে 

১৪.নিষ্ফলা মাঠের কৃষক

১৫.সাম্প্রতিক ধারার গল্প 

১৬.সোনালি শস্যকণার কৃষক 

১৭.গণতন্ত্র ও নিরঙ্কুশ ক্ষমতা

১৮.সুফলা ধরিত্রী

১৯.কথোপকথন

২০.আমার বোকা শৈশব 

২১.বহে জলবতী ধারা 

২২.গল্পসল্প

২৩.বক্তৃতা সংগ্রহ

২৪.কিশোর সমগ্র

২৫.সাক্ষাৎকার সংগ্রহ

২৬.বিস্রস্ত জর্নাল

২৭.অন্তরঙ্গ আলাপ

২৮.রসট্রাম থেকে

২৯.আমার উপস্থাপক জীবন

৩০.রচনা সমগ্র



মাওলানা আজহারুল ইসলাম আজমী এর জীবনী
মাওলানা জাকারিয়া এর জীবনী - Biography of Maulana Zakaria
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ-Biography Of Abdur Razzak bin Yousuf
কামরুন নাহার সিদ্দীকা এর জীবনী-Biography of Cameron Nahar Siddique
কাজী নজরুল ইসলাম এর জীবনী-Biography Of Kazi Nazrul Islam
সাদিকা পারভিন পপি এর জীবনী-Biography of Sadika Parveen Poppy
সাইফুল্লাহ মানছুর এর জীবনী -Biography of Saifullah Mansur
কবি মুহিব খান এর বয়স, শিক্ষা ও জীবনী - - Poet Muhib Khan's Age, Education and Biography -
রেজেপ তাইয়িপ এরদোয়ান এর জীবনী - Biography of Recep Tayyip Erdogan
এনজো ফার্নান্দেজ এর পরিচয়,জন্ম,বয়স ও জীবনী - Enzo Fernandez Identity, Birth, Age and Biography