আনুশেহ্ আনাদিল এর জীবনী - Biography of Anusheh Anadil
আনুশেহ্ আনাদিল একজন বাংলাদেশি শিল্পী, সংস্কৃতিকর্মী ও উদ্যোক্তা।
আনুশেহ্ ওস্তাদ সগীরুদ্দীন খানের অধীনে উত্তর ভারতীয় ক্লাসিকাল সঙ্গীতের প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর তিনি লোক সঙ্গীত গাওয়া শুরু করেন। তিনি লোক সঙ্গীত ব্যান্ড “বাংলা” –র সাথে সঙ্গীত পরিবেশোনা করছেন ১৯৯৮ সালে থেকে। তিনি জোনাস হেলবর্গের সাথে কাজ করেন। তার গাওয়া গান সুশিলা রমনের “মিউজিক ফর ক্রোকোডাইল” –এ অন্তর্ভুক্ত হয়। আনুশেহ্ “ইন্ডিয়ান ওশান” ব্যান্ডের সাথে অভীক মুখোপাধ্যায়ের “ভূমি” সিনেমার জন্য একটি গান রেকর্ড করেছেন। তিনি তন্ময় বোসের সাথে “বাউল এবং বেয়ন্ড” নামে একটি গানের প্রকল্পেও কাজ করেন। তিনি কল্পনা দত্তের তত্ত্বাবধানে ক্লাসিকাল সঙ্গীত শিখা চালিয়ে যান। আনুশেহ্ মাভেরিক চলচ্চিত্র-নির্মাতা Q's এর সিনেমা “তাসের দেশ” এর জন্য গান রেকর্ড করেন, যা অনেক প্রসংশিত হয়।
আনুশেহ্ দুই সন্তানের জননী। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলা ব্যান্ড দলের সদস্য বুনোকে। বুনোর সঙ্গে বিচ্ছেদ হয় সাত বছর আগে। দুই সন্তান আরাশ ও রাহাকে নিয়ে একাই ছিলেন এতোদিন।
২০১৬ সালের ১৬ ডিসেম্বর তিনি পুনরায় বিয়ে করেন গায়ক ও গিটার বাদক পান্ডুকে। পুরো নাম সেথ পান্ডুরাঙা ব্লুমবার্গ, আমেরিকার মিশিগানের মিউজিশিয়ান। পান্ডুর সঙ্গে ঢাকায় আনুশেহ গড়ে তোলেন ‘যাত্রা বিরতি’ নামের একটি মিউজিক্যাল রেস্তোরাঁ। আরও গড়েছেন ‘বাহক’ নামের ব্যান্ড।
আনুশেহ্ তার নিজের একটি কারুশিল্পের দোকান “যাত্রা- এ জার্নি ইন্টু ক্রাফট ইন ঢাকা” পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানে ১০০ জন কারু শিল্পী কাজ করে।
আপনার মতামত লিখুন