ঢাকার কোথায় বাসা ভাড়া কম - Where in Dhaka house rent is low
To Let Dhaka BD

ঢাকার কোথায় বাসা ভাড়া কম - Where in Dhaka house rent is low

ঢাকা শহরের কোন এলাকার বাসা ভাড়া কেমন?

আগেই বলি মোহাম্মদ পুরের বাসা ভাড়া নিয়ে।

মোহাম্মদ পুরের কোন এলাকায় বাসা ভাড়া কেমন?

আমি এখানে মূলত সবচেয়ে কম কত টাকায় বাসা ভাড়া পেতে পারেন এবং সেটা কোন এলাকায় এরকম তথ্যগুলোই শেয়ার করব। তাছাড়া আপনাকে অবশ্যই এটা জানতে হবে অনেক সময় অতি অনূন্যত এলাকার বাসা ভাড়া অনেক বেশি হয় যোগাযোগ ব্যবস্থা ও বিল্ডিংয়ের কারুকাজ ও সৌন্দর্যের কারণে। আমি এখানে মূলত সাধারণ বাসা ভাড়ার কথাই শেয়ার করব।

আপনি যদি মোহাম্মদ পুর নূর জাহান রোড বা সুলতানা রাজিয়া বা এর পাশাপাশি বাসা ভাড়া করতে চান তবে মোটামুটি  ১১-১২ হাজার টাকায় দুই রোমের বাসা এক বাথরুম পাবেন। তিন রোম আর দুই বাথরুম পেতে ১৪-১৫ হাজার গুণতে হবে।

আর যদি আপনি বসিলা বা আটি বাজারের দিকে যান তবে অনেক কম দামে বাসা পেতে পারেন। যেমন ঐ দিকে ডাইনিং স্পেস, একটি কিচেন, বারান্দা, দুই রোম, এসব মিলে মাত্র ৫ হাজার টাকায় পেতে পারেন। সমস্যা হবে যাতায়াত ব্যবস্থা নিয়ে। হয়ত কিছুদিন থেকে চলে আসতে হবে। তবে ওখানে আপনি একদম তাজা তরকারি এবং দুধ, মাছ ইত্যাদি পাবেন।

মিরপুরের কোন এলাকার বাসা ভাড়া কত?

তুলনামূলক ভাবে ঢাকা শহরের মধ্যে মিরপুরের ভাড়া একটু কম। কারণ মনে হয়, মিরপুর সব অফিস আদালত থেকে অনেক দূরে। তবে যে কারণেই হোক এখন মিরপুরের ভাড়াও দিন দিন বাড়ছে।

মিরপুর ৬, ৭, ২, এই এলাকাগুলো তে আপনি ৮-১০ হাজার টাকায় দুই রুমের বাসা পেতে পারেন। আর দুয়ারি পাড়া, আলোকদির দিকে গেলে হয়ত আরো কমে পাবেন তবে ইস্টার্ন হাউজিং এর দিকে ভাড়া একটু বাড়বে। তাছাড়া ভাড়া সম্পুর্ন ডিপেন্ড করে বিল্ডিংয়ের কাজ সৌন্দর্য ও যোগাযোগ ব্যবস্থার উপর। অনেক অনূন্যত এলাকায়ও যদি ভালো মানের বিল্ডিং হয় ভাড়া অনেক বেশি হয়। তবে এই এলাকাগুলোর মধ্যে মিরপুর ৬ ও ৭ এ অনেক বাড়ির ভাড়া বেশি আছে। এখানে ভালো মানের বাসাও রয়েছে। তবে রূপনগর আবাসিক এলাকা,  পল্লবী,বা শিয়াল বাড়ি এলাকা পর্যন্ত আপনি ১০ থেকে ১১ হাজারে অনেক ভালো বাসা ভাড়া পাবেন।

আর মিরপুর ১২ বা কালসী এর দিকে ১০ থেকে ১১ হাজার টাকায় দুই/ তিন রুমের ভালো বাসা পেতে পারেন।

তবে মোহাম্মদ পুরের ইকবাল রোড, সালিমুল্লাহ রোড, খালজি রোড, গজনি রোড, এই সমস্ত এলাকার বাসা ভাড়ার জন্য আপনাকে ১৪ থেকে ১৫ হাজার গুনতে হবে।

মিরপুর ১৪ এর দিকে কিছু ভালো মানের স্কুল থাকার কারণে, কাফরুল, ইব্রাহিম পুর, কাচা বাজার ইত্যাদি এলাকায় সাধারণ দুই বা তিনরুমের বাসার দাম ১০ থেকে ১২ হাজার টাকা। আর পলাশ নগর এর দিকে গেলে আবার কমে পাবেন। পলাশ নগরে আপনি ৮ থেকে ১০ হাজারে দুই রুমের অনেক ভালো ফ্যামিলি বাসা পাবেন।

ধানমণ্ডি, কলাবাগান এলাকা

ধানমন্ডি, কলাবাগান, শংকর, জিগা তলা, ইত্যাদি এলাকাগুলোতে বাসা ভাড়া একটু বেশি।  সাধারণ বাসাও কম তাই ভাড়াও বেশি। তবে আপনি ১৫ থেকে ২০ হাজারে মোটামুটি ভালো বাসা পেতে পারেন। এই সমস্ত এলাকায় ১৫ হাজারের নিচে বাসা পাওয়ার আশা না করাই ভালো।

আজিমপুর, লালবাগ, চানখারপুল, বকশীবাজার ইত্যাদি কোন এলাকার বাসা ভাড়া কেমন?

এক কথায় বলতে গেলে এই সমস্ত এলাকায় মানুষ বেশি থাকে। এলাকা সুবিধার বলা যায়না। রাস্তায় বের হলে রিকক্সার জন্য হাটা যায় না। বৃষ্টি হলে রাস্তায় পানি উঠে যায়। তার পরেও এসব এলাকার ভাড়া তুলনামূলক ভাবে বেশি। অতি সাধারন এবং নিচ তলার বাসা ভাড়া করতে গেলে আপনাকে ১১ হাজার থেকে ১২ হাজার টাকা গুনতে হবে। বাসা দুই তিন রুমের হতে পারে। আর মধ্যম টাইপের বাসার জন্য আপনাকে ১৫ হাজারের বেশি গুনতে হবে।

ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসা ভাড়া কেমন?

যাত্রাবাড়ী, শনির আখরা, সাইনবোর্ড ইত্যাদি এলাকার ভাড়া অনেক কম। এবং ঢাকায় আসতে ফ্লাই অভারে ২০ থেকে ২৫ মিনিট লাগবে। দুই থেকে তিনরুমের বাসা আপনি ৮ থেকে ১০ হাজারে পাবেন। কোথাও কোথাও আপনি ৬ থেকে ৭ হাজার টাকায়ও দুই রুমের বাসা পেতে পারেন। আমার এক বন্ধুরা শনির আখরা ৮ হাজার টাকায় তিনরুম নিয়ে থাকে।

 বনশ্রী, রামপুরা এলাকার বাসা ভাড়া কত?

আমি রামপুরা, বাড্ডা,  বনশ্রী ইত্যাদি এলাকার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিতে পারিনি তবে নির্ভরশীল মাধ্যমে জানতে পেরেছি ওখানে আপনি ৮ থেকে ১০ হাজার টাকায় সাধারণ বাসা ভাড়া পেতে পারেন। আর ১৫ হাজার টাকায় জেনেরেটর, লিফট, গাড়ির গ্যারেজ ইত্যাদি সুবিধাসহ বাসা ভাড়া নিতে পারবেন।

ঢাকার কোথায় কম টাকায় বাসা ভাড়া পাবেন?

হাসবেন্ট-ওয়াইফ ও বাচ্চা মিলে ৩/৪ জন থাকার জন্য ভালো বাসা যদি ৭০০০ হাজার থেকে ৯০০০ হাজার টাকার মধ্যে চান তাহলে

মোহাম্মদপুর বসিলা, স্বপ্নধারা হাউজিং, পশ্চিম ধানমন্ডি এলাকায় দেখতে পারেন। অথবা বসিলা ব্রিজের পশ্চিম পারে কেরানিগঞ্জেও পাওয়া যাবে।

যে এরিয়ায় ৭০০০ থেকে ৯০০০ টাকার মধ্যে বাসা ভাড়া পাওয়া যায়

মোঃপুর, জিগাতলা, রায়ের বাজার, পুল পাড়, শিকদার, আদাবর, শ্যামলী হাউজিং, নবোদয় হাউজিং, ওয়াসপুর, আরশি নগর, ওয়াসপুর,

আটি বাজার, কলাতিয়া লাবনী পয়েন্ট কেরানিগঞ্জ ইত্যাদি।

দেশী সজারু- Indian Crested Porcupine
বাংলাদেশের সেরা ১০ জন কবি
বামন চিকা-Savi’s Pygmy Shrew
বাংলাদেশের ফলের তালিকা - List of fruits of Bangladesh
বোতল-নাক ডলফিন-Indo-Pacific bottlenose dolphin
বাংলাদেশের সর্বোচ্চ ভবনের সমূহ
এ বছর অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে না
২০ দলের শরিকদের যেসব আসন দিচ্ছে বিএনপি
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার চিঠিতে ২২টি ভুল! সরগরম হয়ে উঠেছে ফেসবুক
চিতা বিড়াল-Leopard Cat