বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম - OTT platform of Bangladesh
OTT Platforms in Bengal

বাংলায় সেরা ১০ ওটিটি প্ল্যাটফর্ম -Top 10 OTT Platforms in Bengal

বদলে যাওয়া দিনের হাওয়া লেগেছে আমাদের বিনোদনজগতে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ওটিটি জনপ্রিয় হয়ে উঠছে। টেলিভিশনভিত্তিক বিনোদন পার করে দেশের দর্শক, বিশেষত তরুণরা ওটিটির প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ফলে সাম্প্রতিক সময়ে দেশে একাধিক ওটিটি তাদের কার্যক্রম শুরু করে এগিয়ে নিয়েছে। নতুন নতুন নিরীক্ষার মধ্য দিয়ে তারা নাটক বা সিনেমার প্রথাগত ধারা থেকে সরে ভিন্ন কিছু করছে। এ ভিন্নতার কারণেই মূলত ওটিটি জনপ্রিয়তা লাভ করছে।

বৈশ্বিক নানা ওটিটি প্লাটফর্মের মতো অনেক দেশের নিজস্ব প্লাটফর্ম রয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশেও এ ধরনের বেশকিছু ওটিটি প্লাটফর্ম তৈরি হয়েছে। ২০১৩ সালে বাংলাদেশে সাবস্ক্রিপশনভিত্তিক ওটিটি হিসেবে সর্বপ্রথম ‘বঙ্গ’র আগমন ঘটে। প্লাটফর্মটি এ সময় বিদেশী নানা কন্টেন্টের পাশাপাশি দেশীয় নাটক, সিনেমা প্রভৃতি দিয়ে সাজানো হয়। পরে ২০১৬ সালে গ্রামীণফোনের তত্ত্বাবধানে ‘বায়োস্কোপ’ নামে আরেকটি প্লাটফর্ম আসে। একটা সময় পর্যন্ত বাংলাদেশের ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলো মোবাইল কোম্পানি দ্বারাই পরিচালিত হতো। এ ধারায় বাংলালিংকের ‘বাংলা ফ্লিক্স’ এবং আজিয়াটার ব্যানারে ‘আইফ্লিক্স’-এর আগমন ঘটে।

বাংলাদেশে অনেকদিন ধরে ইউটিউব জনপ্রিয়। ওটিটির দর্শকও ছিল, কিন্তু ওটিটি বলতে নেটফ্লিক্সের বাইরে তেমন কিছু মাথায় আসত না। কেবল বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার ব্যাপারটাই এমন। কিন্তু কভিড-১৯ এসে অনেক কিছুই বদলে দিয়েছে। ২০২০ সালে কোয়ারেন্টিনে থাকাকালীন মানুষের অন্যতম বিনোদন হয়ে ওঠে সিনেমা ও সিরিজ। এক্ষেত্রে টেলিভিশনের তুলনায় ওটিটি বেশি সহায়ক হয়েছিল। মানুষ আবিষ্কার করে, অনলাইনে বহু ভালো ভালো কাজ পড়ে আছে অদেখা। বিশ্বের মতো বাংলাদেশও বিষয়টি অনুধাবন করে এবং এখানকার পুরনো ওটিটিগুলো পুনরুজ্জীবিত হয়।

ওটিটি কী

ott (ওটিটি) এর পূর্ণরূপ over-the-top

ওভার-দ্য-টপ (ওটিটি) হল ইন্টারনেটের মাধ্যমে দর্শকদের সরাসরি সেবা দেওয়ার একটি মিডিয়া। ক্যাবল সম্প্রচার এবং স্যাটেলাইট টেলিভিশন প্ল্যাটফর্মগুলোকে পাশ কাটিয়ে যা পরিবেশক হিসেবে কাজ করে।

অর্থাৎ টেলিভিশন বা সিনেমা হলের মত মাধ্যমগুলোকে পাশ কাটিয়ে ওটিটি দর্শকের কাছে সরাসরি সেবা নিয়ে যায়। এজন্য একটি প্ল্যাটফর্মের গ্রাহক হতে হয়। যেখানে বিজ্ঞাপন ছাড়াই পছন্দের কন্টেন্ট দেখা যায়।

চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে—

১.হইচই (Hoichoi)

বাংলা সিনেমা ও ওয়েব সিরিজ দেখার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হইচই। যেখানে এপার বাংলা ও ওপার বাংলার দারুণ সব সিনেমা উপভোগ করতে পারবেন। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই ওটিটি প্ল্যাটফর্মের সদর দপ্তর কলকাতায়। এটি এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন একটি অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বর্তমানে হইচই অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপল টিভি ও অ্যামাজন ফায়ার টিভিতে লভ্য। হইচইয়ের লক্ষ্য হলো বিশ্বব্যাপী ২৫০ লাখ বাঙালি দর্শকের কাছে পৌঁছানো।

হইচই সাবস্ক্রিপশন ফি

ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ডিজিটাল ওয়ালেটগুলি ছাড়াও, যে কেউ এখন এই স্ক্র্যাচ কার্ডগুলি ব্যবহার করে হইচই এর সদস্যতা নিতে পারে৷ বাংলাদেশের একটি চেইন মুদি দোকান মীনা বাজারও Hoichoi এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সেই চুক্তির অধীনে ঢাকার মীনা বাজারের সকল দোকানে হইচই সাবস্ক্রিপশন কার্ড পাওয়া যায়। তিন মাসের সাবস্ক্রিপশন টপ-আপ কার্ডের দাম পড়বে 199 টাকা এবং এক বছরের সাবস্ক্রিপশন টপ-আপ কার্ডের দাম 499 টাকা।

২.বঙ্গ (Bongo)

দেশের সবচেয়ে পুরোনো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ২০১৩ সালে আহাদ মোহাম্মাদ ও নাভিদুল হকের হাত ধরেই এসেছিল প্রতিষ্ঠানটি। বঙ্গই প্রথম ওটিটি প্ল্যাটফর্ম, যারা প্রথম নিজস্ব কন্টেন্ট তৈরির উদ্যোগ নিয়েছিল। বঙ্গ আরেকটি কারণে জনপ্রিয়তার শিখরে দ্রুত পৌঁছাতে পেরেছে, সেটি হলো- তারা বিদেশি সিনেমার ডাবিং করা শুরু করে। ইংরেজি থেকে শুরু করে তুর্কির কিছু সিরিজ ডাবিং করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যারা তুর্কি সিরিজপ্রেমী রয়েছেন, তারা দেখতে পারেন কয়েকটি সিরিজ। বঙ্গর গার্লস স্কোয়াড নামের একটি নিজস্ব সিরিজও রয়েছে।

বঙ্গ সাবস্ক্রিপশন ফি

বঙ্গ অরিজিনালস এবং ঢালিউডের সেরা জিনিসগুলিতে অ্যাক্সেস পেতে আপনাকে বঙ্গ প্রিমিয়াম প্ল্যানটি সাবস্ক্রাইব করতে হবে। আপনি বিকাশ এবং মোবাইল ব্যালেন্স (গ্রামীণফোন, রবি, এয়ারটেল) ব্যবহার করে আপনার বঙ্গ সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতে পারেন। বিনামূল্যে ট্রায়াল 7 দিন, মাসিক টাকা 66, বার্ষিক টাকা 400

৩.বায়োস্কোপ (Bioscope)

এটি হল একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যা লাইভ টিভি এবং ভিডিও অন ডিমান্ড অফার করে। বায়োস্কোপ অ্যাপ এবং ওয়েব উভয়েই উপলব্ধ। বায়োস্কোপ প্রাইম শুধুমাত্র গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য বায়োস্কোপের প্রিমিয়াম সেগমেন্ট। বায়োস্কোপ প্রাইম জনপ্রিয় লাইভ টিভি, সর্বশেষ মুভি এবং বায়োস্কোপ এক্সক্লুসিভ অরিজিনাল অফার করে। গ্রামীণফোন লিমিটেড থেকে কিছু ইন্টারনেট প্যাক সফলভাবে কেনার পরেই এই বিষয়বস্তুগুলি অ্যাক্সেসযোগ্য।

বায়োস্কোপ অরিজিনাল ওয়েব ফিল্ম, নাটক, বাংলা মুভি, বায়োস্কোপ লাইভ ক্রিকেট এবং আরও অনেক বিষয়বস্তু অফার করে। আপনি বায়োস্কোপ প্রাইমে লাইভ ক্রিকেট ম্যাচ এবং লাইভ ফুটবল অফিসিয়াল স্ট্রিমিং দেখতে পারেন। বায়োস্কোপ বেশিরভাগ বাংলাদেশী টিভি চ্যানেল, ভারতীয় স্পোর্টস চ্যানেল (সনি সিক্স, সনি টেন 1, সনি টেন 2, সনি ইএসপিএন) এবং জনপ্রিয় ভারতীয় বাংলা চ্যানেল যেমন জি বাংলা, সনি আতাহ ইত্যাদি প্রদর্শন করে। বায়োস্কোপ বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উপলব্ধ, যে কেউ সফল সাবস্ক্রিপশন বায়োস্কোপ সামগ্রী উপভোগ করতে পারেন।

বায়োস্কোপ প্রাইম সাবস্ক্রিপশন ফি

বায়োস্কোপ গ্রামীণফোন বাংলাদেশের একটি সেবা। আপনি মাত্র 9.00 টাকায় 3 দিনের জন্য বায়োস্কোপ প্রাইম পাস পেতে পারেন।

৪.চরকি (Chorki)

ওটিটি প্ল্যাটফর্মে পিছিয়ে নেই আমাদের দেশও। দেশীয় নাটক, সিরিজ কিংবা সিনেমা দেখার অন্যতম প্ল্যাটফর্ম চরকি। এটি ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন মিডিয়াস্টার লিমিটেডের অধীনে পরিচালিত। চরকি ২০২১ সালের ১২ জুলাই চালু হয়। এটি প্রাথমিকভাবে মৌলিক বিষয়বস্তু ও টেলিভিশন ধারাবাহিক, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্রসহ অন্যান্য তৃতীয় পক্ষের প্রদানকৃত সামগ্রী দেখায়। ফিল্ম, ফান, ফুর্তি, নীতিবাক্য দিয়ে যাত্রা শুরু করে চরকি। ২০০টিরও বেশি চলচ্চিত্র, টিভি ধারাবাহিক, প্রামাণ্যচিত্র, টিভি নাটক ইত্যাদি দিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং স্মার্ট টিভির জন্য উপযুক্ত প্ল্যাটফর্মটি।

চরকি সাবস্ক্রিপশন ফি

এটির দর্শকদের জন্য 3টি মূল্যের সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে, সবচেয়ে সস্তা প্যাকেজ থেকে শুরু করে: 6 মাসের জন্য ২৯৯ টাকা, বার্ষিক প্যাকেজের জন্য ৪৯৯ টাকা, উভয়ই ৫টি স্ক্রিন বিশিষ্ট। এবং বার্ষিক প্লাস প্যাকেজ ৭ স্ক্রিনের জন্য মাত্র ৭৯৯ টাকা।

৫.টেলিফ্লিক্স (Teleflix)

টেলিফ্লিক্স হল স্ট্রিমিং-ভিত্তিক পরিষেবা যা রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর TeleTalk দ্বারা অফার করা হয় যা শেষ-ব্যবহারকারীর কাছে বাংলা বিষয়বস্তুর (গান, চলচ্চিত্র, নাটক, শর্ট ফিল্ম) বিভিন্ন ধারার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক স্ট্রিমিং পরিষেবা যা HD মানের বাংলা ভিডিও অফার করে। ভিডিও মধ্যে রয়েছে চলচ্চিত্র, নাটক, শর্ট ফিল্ম, এইচডি মুভির ট্রেলার, ভিডিও গান, ফ্যাশন শো, হেলথ শো, টিজার ইত্যাদি।

টেলিফ্লিক্স সাবস্ক্রিপশন ফি

বিনামূল্যে ট্রায়াল: ৩০ দিনের জন্য বিনামূল্যে ট্রায়াল। দৈনিক:  ২.৬৭ টাকা ,মাসিক: ১৩.৩৩ টাকা ,বছরে: ৩৯.৯৮ টাকা।

৬.বিঞ্জ (Binge)

এটিও দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম। তবে অন্যদের থেকে খানিকটা আলাদা। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে ভিন্ন ভাবেই উপস্থাপন করেছে সাইটটি। আর দশটি ওটিটি প্ল্যাটফর্মের মতো লাইভ টিভি, মুভি, সিরিজ দেখানোয় সীমাবদ্ধ থাকেনি বিঞ্জ। তার পাশাপাশি এর রয়েছে বিঞ্জ নামের বিশেষ এক যন্ত্র। যেটি টিভির সঙ্গে জুড়ে দিলেই আপনার টিভি হয়ে উঠবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রস্তুত। বিঞ্জের সাহায্যে টিভি ও ফোন দুটোই যুক্ত করতে পারবেন। দেশ-বিদেশের ১৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল রয়েছে এতে। এ ছাড়াও ওয়েব সিরিজ, সিনেমা, নাটক তো থাকছেই। বিঞ্জের যাত্রা শুরু ২০২০ সালে।

বিঞ্জ সাবস্ক্রিপশন ফি

বিঞ্জ ডিভাইস ৩৪৯৯ টাকা। মাসিক সাবস্ক্রিপশন ফি ৩৯৯ টাকা (শুধুমাত্র সাবস্ক্রিপশন), ভ্যাট সহ।

৭.বাংলাফ্লিক্স (Banglaflix)

বাংলাফ্লিক্স হল প্রথম বাংলাদেশী পরিষেবা যা বাংলাদেশী সেলুলার কোম্পানি বাংলালিংক জিএসএম দ্বারা সিনেমা, নাটক দেখা যায়। ব্যবহারকারীরা অ্যাপের ওয়েব সিরিজ, মুভি ওয়েব এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন।

বাংলাফ্লিক্স সাবস্ক্রিপশন ফি

বাংলাফ্লিক্স একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক স্ট্রিমিং পরিষেবা। বাংলাফ্লিক্স ফি নিচে থাকলো

৩০ দিনের জন্য বিনামূল্যে ট্রায়াল (৩০ দিন পরে মাসিক প্যাকে স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ করা হবে)

বিনামূল্যে ২MB ডেটা সহ ২.৬৭ টাকা/দিন (স্বয়ংক্রিয় প্রযোজ্য)

১৩.৩৩ টাকা/৭ দিন বিনামূল্যে ১০MB ডেটা সহ (স্বয়ংক্রিয় প্রযোজ্য)

৩৯.৯৮টাকা/৩০ দিন বিনামূল্যে ৩০MB ডেটা সহ (স্বয়ংক্রিয় প্রযোজ্য)

৮. টফি (Toffee)

এটি হল বাংলাদেশে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম যা বিনামূল্যে লাইভ স্থানীয় এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল দেখার জন্য। টফি হল স্ট্রিমিং অ্যাপ যা আপনার মোবাইলে দিয়ে বিভিন্ন মুভি, ওয়েব সিরিজ দেখতে পারবেন। সর্বোচ্চ সংখ্যক টিভি চ্যানেলের (যে কোনো স্থানীয় অ্যাপে) পাশাপাশি অসংখ্য উত্তেজনাপূর্ণ ভিডিও বিষয়বস্তু যেমন এক্সক্লুসিভ ভিডিও এবং টেলিফিল্ম, আপনার কাছে বেছে নেওয়ার জন্য প্রচুর বিকল্প রয়েছে। সুতরাং, যে কোন জায়গায় টফির সাথে অফুরন্ত বিনোদনে লিপ্ত হন! টফি, বাংলাদেশে বিনামূল্যে মোবাইলে লাইভ টিভি দেখার জন্য সম্ভবত সেরা অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ।

টফি সাবস্ক্রিপশন ফি

বিনামূল্যে. হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন এটি বিনামূল্যে। এটি বাংলাদেশের একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম যা লোকেদের স্থানীয় এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল দেখতে দেয়।

৯.ক্লিক (KLiKK)

ক্লিক একদম নতুন কলকাতার ওটিটি প্লাটফর্ম। এটি অ্যাঞ্জেল টেলিভিশনের মালিকানাধীন এবং পরিচালিত। ক্লিকক ওটিটি প্ল্যাটফর্ম সেরা অরিজিনাল বাংলা ওয়েব সিরিজ, মুভি, শর্ট মুভি, বাচ্চাদের বিষয়বস্তু, বাংলা গান এবং আরও অনেক কিছু অফার করে, সবই HD ফরম্যাটে। KLiKK দুটি মূল ওয়েব সিরিজ চিক ফ্লিক এবং প্রতিবিম্ব লঞ্চের মাধ্যমে OTT শিল্পে প্রবেশ করেছে।

ক্লিক সাবস্ক্রিপশন ফি

বছরে ৩৯৯ টাকা সঙ্গে আরো ১ মাস বিনামূল্যে। 

১০.আড্ডাটাইমস (Addatimes)

আড্ডাটাইমস, একটি জনপ্রিয় ভারতীয় বাংলা বিনোদন ওটিটি প্ল্যাটফর্ম এবং সঙ্গীত, মূল ওয়েব শো এবং শর্ট ফিল্ম সহ ওয়েব চ্যানেল বাংলাদেশে উপলব্ধ। অ্যাডটাইমস বাংলা ওয়েব সিরিজের মধ্যে রয়েছে প্রিমিয়াম ওয়েব সিরিজ দ্য সেনাপতিস, এবং ওহ মা!, ফেলুদা, খ্যাপা, ওয়ান নাইট স্ট্যান্ড এবং সুফিয়ানা। দর্শকরা এই সমস্ত শোগুলির প্রথম ওয়েব-এপিসোডগুলি বিনামূল্যে দেখতে পাবেন শুধুমাত্র আড্ডাটাইমস-এ। প্ল্যাটফর্মটিতে পর্যায়ক্রমিক নাটক থেকে সমসাময়িক রোম্যান্স সহ বিভিন্ন বিষয়বস্তুর ওয়েব সিরিজ পাবেন। অ্যাডটাইমস এবং এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট কোম্পানির মধ্যে অংশীদারিত্ব, অগ্রণী হোল্ডিং বাংলাদেশে আড্ডাটাইমসের ডিস্ট্রিবিউটর।

আড্ডাটাইমস সাবস্ক্রিপশন ফি

আড্ডাটাইমস হল একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। এর মানে হল আড্ডাটাইমস-এ কন্টেন্ট দেখার জন্য আপনাকে অর্থ প্রদান করতে হবে। আড্ডাটাইমস তার দর্শকদের জন্য তিন ধরনের প্যাকেজ অফার করে। আড্ডাটাইমস সাবস্ক্রিপশন ফি গুলি  হল:

২৯ টাকা / ৩০ দিন

১২৯ টাকা / ৬ মাস

১৯৯ টাকা / ১২ মাস