বাংলাদেশের এনজিওর তালিকা - List of NGOs in Bangladesh
এনজিও (NGO) এর পূর্ণরূপ হলো Non-Government Organization, যার অর্থ বেসরকারি সংস্থা। সাধারণত সরকার দ্বারা পরিচালিত নয় এমন প্রতিষ্ঠানকে এনজিও বলে। যেসব প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত, বিদেশি সাহায্যে পরিচালিত নয় এবং যার উদ্দেশ্য অবস্থানরত দেশের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা তাকে NGO বলে।
United Nations প্রদত্ত সংজ্ঞানুযায়ী, “যেকোনো বেসরকারি সংগঠন যা সরকারি নিয়ন্ত্রণ থেক মুক্ত থেকে মুনাফাবিহীন, সন্ত্রাসবিহীনভাবে অরাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাকে এনজিও বলে।”
দারিদ্র্যপীড়িত গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বিভিন্ন দেশি-বিদেশি NGO কাজ করে যাচ্ছে।
বর্তমানে বাংলাদেশে ২,৪৯৮টি এনজিও আছে।