এনজিও তালিকা গাইবান্ধা - NGO list Gaibandha
NGO (Non-Government Organization) হল বেসরকারি অলাভজনক সংগঠন যারা দেশ, সমাজ ও মানুষের উন্নয়নের জন্য নানামুখী কাজ করে থাকে। এদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বিদেশি দাতাদের অর্থায়নের ভিত্তিতে সরকারকে উন্নয়নে সহযোগীতা করা ও আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় অবদান রাখা। বাংলাদেশে বর্তমানে দুই হাজারের বেশি এনজিও আছে, এরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অন্যান্য বিষয় নিয়ে কাজ করছে।
বর্তমানে এনজিওগুলোর মূল কাজ হচ্ছে মানুষের মধ্যে যে আত্মবিকাশের ক্ষমতা আছে সেটা কাজে লাগানো। মানুষ যেন নিজেই নিজের অবস্থা পরিবর্তন করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। এই প্রক্রিয়া থেকে সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠী যখন লাভবান হন তখন তাদের মধ্যে একটি বিশেষ আত্মতৃপ্তি কাজ করে, তাদের সামাজিক মর্যাদা বাড়ে- যা তাদের আরো সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। এনজিওগুলো দেখে যে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী/ লোকালয়ের মানুষদের কোন্ কোন্ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, সেই অনুযায়ী তারা কাজ করে থাকে। বাংলাদেশের সব জায়গাতেই এরা কাজ করে থাকে। এদের মধ্যে কিছু কিছু শহরকেন্দ্রীক, কিছু আছে গ্রাম কেন্দ্রীক, আবার কিছু এনজিও আছে যারা শহর ও গ্রাম উভয় এলাকাতেই কর্মপরিচালনা করে। এনজিওগুলোর কাজ বিশেষ ভৌগোলিক এলাকা ভিত্তিক-ও হয়ে থাকে, যেমন চর/উপকূলীয়/পার্বত্য এলাকা কেন্দ্রীক এনজিও। এছাড়া তারা বিশেষ জনগোষ্ঠীকে নিয়েও কাজ করে, যেমন- প্রতিবন্ধী জনগোষ্ঠী, শ্রমজীবি শিশু, কিংবা নির্যাতিতা নারী।
এনজিওর কাজ বহুমুখী, সেখানে কাজের ক্ষেত্রও ব্যাপক। মাঠ পর্যায়ে ছোট-বড় বিভিন্ন জনগোষ্ঠীর সাথে মেশা, তাদের সমস্যার কথা সরকার ও সমাজের প্রতিষ্ঠিত মহলকে জানানো, তাদের উন্নয়নে বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়া, এর জন্য দাতাগোষ্ঠীর কাছ থেকে অনুদান সংগ্রহ করা, সামগ্রিকভাবে বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করা- নানা স্তরে এনজিওতে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।
গাইবান্ধা এনজিও তালিকা
০১.গণ উন্নয়ন কেন্দ্র (GUK)
০২.এসকেএস (SKS) ফাউন্ডেশন
০৩.ছিন্নমূল মহিলা সমিতি (এস এম এস)
০৪.আশা (ASA)
০৫.আরডি আর এস (RDRS)
০৬.গণস্বাস্থ্য কেন্দ্র (GK)
০৭.ফ্রেন্ডশীপ
০৮.ব্র্যাক
০৯.গ্রাম-উন্নয়ন-জন-কল্যাণ-সংস্থা-(G.U.K.S)
১০.উন্নয়ন সহযোগী সংস্থা (ইউএসএসবি)
১১.গণ কল্যাণ সংস্থা (G.K.S)
১২.ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানােইজেশন (ইএসডিও)
১৩.তালুককাননপুর জন কল্যাণ সংস্থা (টিজেইউএস)
১৪.বিডব্লিউএইচসি
১৫.সুশীলন
১৬.সমাজ কল্যাণ ফাউন্ডেশন(এস কে এফ)
১৭.পায়রা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন
১৮.আশার আলো উন্নয়ন সংস্থা
১৯.সমাজ উন্নয়ন পল্লী সংস্থা ( এসডিআরএস)
সাম্প্রতিক মন্তব্য
#Md Masud Mia
বাদিয়াখালী ত্রান ও পুনর্বাসন সংস্থা এর অধিনে কোন প্রকল্প আছে কি না থাকলে সে প্রকল্পের নাম যানাবেন প্লিজ।#Md Masud Mia
বাদিয়াখালী ত্রান ও পুনর্বাসন সংস্থা এর অধিনে কোন প্রকল্প আছে কি না থাকলে সে প্রকল্পের নাম যানাবেন প্লিজ।