ছোট পাতা-নাক বাদুড়- Least Leaf-nosed Bat
ছোট পাতা-নাক বাদুড় বা পাংশুটে গোলপাতা বাদুড় হচ্ছে Hipposideridae পরিবারের একটি বাদুড়ের প্রজাতি।
ইংরেজি নাম: Least Leaf-nosed Bat বা Ashy roundleaf bat
বৈজ্ঞানিক নাম: Hipposideros cineraceus
বর্ণনাঃ
ছোট পাতা-নাক বাদুড় খুবই ছোট আকারের। এদের মাথাসহ দেহের দৈর্ঘ্য মাত্র ৩ দশমিক ৭ সেন্টিমিটার। এদের শরীরের ওপরের অংশের লোম ধূসর বাদামি থেকে কমলা রঙের এবং নিচের অংশের রং ফ্যাকাশে থেকে প্রায় সাদা। পাখা ও কান ধূসর কালো। নাকের মাথার দিকটা দেখতে কিছুটা ছোট আকারের পাতার মতো, এ জন্যই এর নাম পাতা-নাক বাদুড়।
স্বভাবঃ
এসব বাদুড় পাহাড়ি অঞ্চলে বাস করতে পছন্দ করে। দিনের বেলা থাকে পাহাড়ের গুহা বা গাছের খোঁড়লে। রাতে বের হয়ে পোকামাকড় ধরে খায়।
খাদ্য তালিকাঃ
এটি ফল, অমৃত এবং ফুল খায়।
বিস্তৃতিঃ
এদেরকে ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, এবং ভিয়েতনামে পাওয়া যায়।
অবস্থাঃ
আইইউসিএন লাল তালিকায় ন্যূনতম বিপদগ্রস্ত এবং বাংলাদেশে মহাবিপন্ন হিসেবে অন্তর্ভুক্তি ঘটেছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।