ছোট পাতা-নাক বাদুড়- Least Leaf-nosed Bat
Least Leaf-nosed Bat

ছোট পাতা-নাক বাদুড়- Least Leaf-nosed Bat

ছোট পাতা-নাক বাদুড় বা পাংশুটে গোলপাতা বাদুড় হচ্ছে Hipposideridae পরিবারের একটি বাদুড়ের প্রজাতি।

ইংরেজি নাম:  Least Leaf-nosed Bat বা Ashy roundleaf bat

বৈজ্ঞানিক নাম: Hipposideros cineraceus

বর্ণনাঃ

ছোট পাতা-নাক বাদুড় খুবই ছোট আকারের। এদের মাথাসহ দেহের দৈর্ঘ্য মাত্র ৩ দশমিক ৭ সেন্টিমিটার। এদের শরীরের ওপরের অংশের লোম ধূসর বাদামি থেকে কমলা রঙের এবং নিচের অংশের রং ফ্যাকাশে থেকে প্রায় সাদা। পাখা ও কান ধূসর কালো। নাকের মাথার দিকটা দেখতে কিছুটা ছোট আকারের পাতার মতো, এ জন্যই এর নাম পাতা-নাক বাদুড়।

স্বভাবঃ

এসব বাদুড় পাহাড়ি অঞ্চলে বাস করতে পছন্দ করে। দিনের বেলা থাকে পাহাড়ের গুহা বা গাছের খোঁড়লে। রাতে বের হয়ে পোকামাকড় ধরে খায়।

খাদ্য তালিকাঃ

এটি ফল, অমৃত এবং ফুল খায়।

বিস্তৃতিঃ

এদেরকে ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, এবং ভিয়েতনামে পাওয়া যায়।

অবস্থাঃ

আইইউসিএন লাল তালিকায় ন্যূনতম বিপদগ্রস্ত এবং বাংলাদেশে মহাবিপন্ন হিসেবে অন্তর্ভুক্তি ঘটেছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

এনজিও তালিকা খুলনা - List of NGOs Khulna
বারশিঙ্গা, জলার হরিণ-barashinga
খুমি উপজাতির পরিচিতি - Introduction to Khumi tribe
বিড়ি-সিগারেটের প্যাকেট ময়লা-আবর্জনায় ডাকবাক্সগুলো এখন ডাষ্টবিন
ফেসবুকে ভূয়া আইডি খুলে মেয়ে সেজে প্রেমের অভিনয়,জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ২ র‌্যাবের জালে
মেঠো ইঁদুর-Bengal Bandicot Rat
বাংলাদেশের সেরা ১০ টি এনজিও-Top 10 NGOs in Bangladesh
এনজিও তালিকা বাগেরহাট - NGO List Bagerhat
কুলু বানর -উল্টোলেজি বানর-northern pig-tailed macaque
বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্র