পাঙ্গন মুসলিম উপজাতির পরিচিতি - Introduction to Pangal Muslim tribe
বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি পাঙ্গন। বাংলাদেশে প্রায় শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতির নাম আমরা জানি, যেমন-চাকমা,লুসাই,সাওঁতাল,মুরং ইত্যাদি। এসব উপজাতিরা হয় বৌদ্ধ না হয় হিন্দু অথবা নিজস্ব ধর্মীয় বিশ্বাসের। কিন্তু আমরা এখনো অনেকেই জানি না এদেশে পাঙ্গন নামের একটি মুসলিম উপজাতিও বসবাস করে।
পাঙ্গন উপজাতি কারা?
পাঙ্গনরা মূলত মনিপুরী উপজাতিদের একটি শাখা, মনিপুরিরা তিনটি শাখায় বিভক্ত- বিষ্ণ,মুই, এবং পাঙ্গন। মনিপুরিদের এই পাঙ্গন শাখাই হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী।
পাঙ্গনদের সংস্কৃতি
পাঙনরা জাতিতে মুসলিম হলেও তারা বাঙ্গালি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে তেমন মিশতে পারেনি,কারণ তাদের কঠোর জাতিপ্রথা। পাঙ্গনদের কোনো মেয়ে বা ছেলে নিজ জাতির বাইরে কাউকে বিয়ে করতে পারবে না, পাঙ্গনদের মসজিদের ইমাম একজন পাঙ্গন ছাড়া অন্যকেউ হতে পারবে না।তাদের মসজিদে খুতবা বয়ান তাদের নিজস্ব ভাষায় অনুবাদ করে পাঠ করা হয়।পাঙ্গদের মেয়েরা খুবই পরিশ্রমি এবং পর্দানশীল।
পাঙ্গদের বসতি
পাঙ্গনরা বৃহত্তর সিলেট এবং মৌলভীবাজারের গহীনে বসবাস করে।তাদের সংখ্যা প্রায় ৩০ হাজারের মতো।পাঙ্গন উপজাতিরা শান্তিপ্রিয় এবং নিরীহ। এরা এদেশের বৈচিত্র্যময় চিত্রের একটি অংশ।
সাম্প্রতিক মন্তব্য
#মো:ইমরান খান,, পাঙাল সম্প্রদায়ের...
পাঙন বা পাঙাল সম্প্রদায়ের লোকেরা বাঙালিদের সাথে মিশতে পারে না,, এটা ভুল তথ্য। আর বাঙালিদের সাথে বিয়ে শাদি করতে ও কোনো বাধানিষেধ নেই,,তবে নিজ সম্প্রদায়ের অভ্যন্তরে অধিকাংশ হয়ে থাকে।বাঙালি মেয়ে বিয়ে করেছে এরকম অনেক উদাহরণ আছে চাইলে দিতে পারব।পাঙাল মসজিদে পাঙাল ইমাম ছাড়া অন্য বাঙালি ইমাম হতে পারবে না এটাও ভুল তথ্য।উদাহরণ হিসেবে বলতে গেলে আদমপুর বাজার মসজিদের ইমাম একজন বাঙালি।আরও উদাহরণ চাইলে দিতে পারবো। দয়া করে কারেকশন করে নিবেন।