মাঝারি পাতা-নাক চামচিকা-Intermediate Leaf-nosed Bat
Intermediate Leaf-nosed Bat

মাঝারি পাতা-নাক চামচিকা-Intermediate Leaf-nosed Bat

মাঝারি পাতা-নাক চামচিকা মাঝারি আকারের বাদুড়। মাঝারি পাতা-নাক চামচিকা হল হিপপোসিডেরিডি পরিবারের একটি প্রজাতির বাদুড়।

ইংরেজি নাম: Intermediate Leaf-nosed Bat

বৈজ্ঞানিক নাম: Hipposideros larvatus

বর্ণনাঃ

পাতা-নাক চামচিকাদের অনেকটা পাতার মতো নাক থাকে এবং তার সামনে-পেছনে আড়াআড়ি ও লম্বা পর্দাসহ প্রতিটি পাতা-নাকে তিনটি করে উপ বা অধ নাক-পাতা থাকে। এ গণের আর কোনো প্রজাতিতে এদের মত বৈশিষ্ট্য নেই। এদের নাক ত্রিশূলের মত। এক চিমটি লেজ এদের পায়ের দিক থেকে আসা পর্দায় লুকানো। ৮ সেন্টিমিটার লম্বা দেহে লেজটি সহজে চোখে পড়ে না। ডানা ৬ দশমিক ৪ সেন্টিমিটারের মত। সারা দেহে বাদামি থেকে গাঢ় বা লালচে বাদামি পশম থাকে।

স্বভাবঃ

দিনের বেলায় গুহা, গাছের ফোকর বা অন্ধকার পুল বা কালভার্টের গার্ডারে ঝুলে থাকে। কখনো কখনো পরিচিত কোনো গাছের ডালে বা কালভার্টের নিচে বিশ্রাম নেয়। বসবাস বনে এবং এরা কিছুটা বিরল।

খাদ্য তালিকাঃ

রাতের বেশির ভাগ সময় এরা নিশাচর কীটপতঙ্গ, দেয়ালি পোকা ও মথ খেয়ে বেড়ায়।

বিস্তৃতিঃ

পাতা-নাক চামচিকার বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনামে পাওয়া যায়।

অবস্থাঃ

আইইউসিএনের লাল বইয়ে এর অবস্থান ‘অবিপন্ন’ হিসেবে। প্রাকৃতিক বন ধ্বংসের কারণে এদের অবস্থান অবিপন্ন। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

শুক্রানু তিমি-Sperm whale
সূর্য ভাল্লুক-Sun Bear
৪৭ বছরেও বুদ্ধিজীবি’র স্বীকৃতি পায়নি অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী
বাংলাদেশের সেরা ১০টি ওয়েবসাইট
ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী-Dhaka to Sylhet train Schedule
কুলু বানর -উল্টোলেজি বানর-northern pig-tailed macaque
এশিয় গন্ধগোকুল-Asian palm civet
কালাচ সাপের কামড় চেনার উপায় - How to recognize Kalach snake bite
মারমা উপজাতির পরিচয় - Identity of the Marma tribe
মণিপুরী উপজাতির পরিচিতি - Introduction to Manipuri tribe