
কোহিনুর বেগম নীলা (৩৩)
এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোহিনুর বেগম নীলা (৩৩) নামে পুলিশের এক এসআই মারা গেছেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে।
বুধবার রাত ১ টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে তিনি মারা যান।
এসআই কোহিনুর আক্তারের গ্রামের বাড়ি টাংগাইলের ভুয়াপুরে। তার রয়েছে দেড় বছর বয়সের এক শিশু সন্তান।
সহকর্মী এসআই সালেহ ইমরান জানান, এসআই কোহিনুর আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এমন অকাল মৃত্যু সত্যি মেনে নেয়া যায়না।