২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে উকিল নোটিশ দিয়েছে রিজভীকে
ফাইল ফটো

সরকারি কর্মকর্তা এবং পুলিশের বিরুদ্ধে ঢাকা অফিসার্স ক্লাবে ‘গোপন বৈঠকের’ অভিযোগ এনে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের জন্য উকিল নোটিশ পাঠিয়েছেন পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার।

রোববার (২৫ নভেম্বর) সন্ধায় তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম আমিন উদ্দিন এই উকিল নোটিশ পাঠান বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।নোটিশে বলা হয়, ‘নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আপনার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করতে বাধ্য হব।’রিজভীর বক্তব্য ‘ভিত্তিহীন ও ভুল’ দাবি করে নোটিশে বলা হয়, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোনো ষড়যন্ত্রের সঙ্গে আমার মক্কেল জড়িত নন। এমন কোনো বৈঠকও ওইদিন হয়নি। এই ধরনের ভিত্তিহীন ও ভুল বক্তব্যের কারণে আমার মক্কেলের সম্মান ও মানহানি হয়েছে।’উল্লেখ্য, এর আগে শনিবার (২৪ নভেম্বর) নৌকার প্রার্থীদের বিজয়ী করতে পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতিনিয়ত গোপন বৈঠক চলছে এমন অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘প্রশাসন এবং পুলিশের বিতর্কিত ও দলবাজ কর্মকর্তারা জনসমর্থনহীন আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। গত ২০ নভেম্বর মঙ্গলবার রাতে ঢাকা অফিসার্স ক্লাবের চার তলার পিছনের কনফারেন্স রুমে এক গোপন মিটিং অনুষ্ঠিত হয়।’

মেঠো ইঁদুর-Bengal Bandicot Rat
বোচা-নাক কলাবাদুড়-Short-nosed Fruit Bat
ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় ১০ টাকা
বাংলাদেশের সেরা ১০ বিজ্ঞানী
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় রেংকিং ২০২৪
ঢাকা টু জেদ্দা বিমান ভাড়া-Air fares from Dhaka to Jeddah
মেঘলা চিতা-Clouded Leopard
মুখোশধারী গন্ধগোকুল-Masked palm civet
উদবিলাই, ভোদড়-Asian small-clawed otter
ইরাবতী ডলফিন-Irrawaddy Dolphin